স্যার, একটু ভেবে দেখবেন কি, হঠাৎ করেই মিডিয়া থেকে বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরির ব্যাপারটা একদম হাওয়া হয়ে গেল কেন? এরই মাঝে অনেকেই হয়তো ভুলেও গেছি ব্যাপারটা। কারন আমাদের সবার মাথাই এখন তনু হত্যার ইস্যু নিয়ে ব্যস্ত।
অথচ তনু হত্যার ঠিক আগের দিনও দেশের সমস্ত পেপার-পত্রিকা, রেডিও, টিভি, সোস্যাল মিডিয়িার শিরোনাম ছিল “বাংলাদেশ ব্যাংকের ৮০০ কোটি টাকা চুরি”। তনু হত্যার পরের দিন থেকেই ব্যাপারটা কর্পুরের মতো উড়ে গেল। একটা ম্যাজিক্যাল ব্যাপার, তাই না?
আরো বলছি! আরেকটু পেছনে ফিরে যান। একের পর এক গার্মেন্টসে আগুন, সাগর রুনির হত্যা, ব্লগার হত্যা, দেখুন ব্যাপারগুলো একটা পর্যায়ক্রমিকভাবে ঘটছে। যখনই মিডিয়িা এবং জনগন কোন একটা ঘটনার বিচার চাইছে। যখনই জনগন একটা ইস্যু নিয়ে রাষ্ট্রের ওপর চাপ সৃষ্টি করছে তখনই আরেকটি ইস্যু তৈরি হচ্ছে। আর আগের ঘটনাটি পুরোপুরি মুছে যাচ্ছে আমাদের মাথা থেকে এবং সমস্ত মিডিয়া থেকে।
তার চেয়েও বড় কথা একটা অপরাধেরও এই পর্যন্ত বিচার হয়নি। কিংম্বা কোন তদন্ত্য রিপোর্ট প্রকাশ করা হয়নি।
কেন এমন হচ্ছে? পুলিশ, র্যাব, সিআইডি, এরা কি এতোই দুর্বল? তাহলে দেশ চলছে কীভাবে!
ব্লগার অভিজিৎ হত্যার পর এফবিআই তদন্ত করে গেল। কই, বিচার পেয়েছি?
কিছুদিন আগে খিলগায়ে এক শিশু পাইপের ভেতর পড়ে গেল। দেশের সমস্ত মিডিয়া এক সপ্তাহ ধরে তাদরে সমস্ত কলম, ক্যামেরা সেই পাইপের ভেতর ঢুকিয়ে দিয়ে বসে রইলেন। বাকি সব নিউজ বন্ধ!
আর পুলিশ সদ্য সন্তানহারা সেই শিশূটির বাবা মা কে সারা রাত থানায় আটকে রেখে মিথ্যা সাক্ষী দিতে বাধ্য করতে চেয়েছিলো। রাষ্ট্রের কাছে বিচার হয়তো ওরা পাবে না। তাই বলে এতোটুকু সমবেদনা বা শান্তনা তো পেতে পারে। তার বদলে পাচ্ছে প্রহসন।
তনুর বাবাকেও নাকি ক্যান্টনমেন্টে নজর বন্দী রাখা হয়েছিলো। লাশ উঠিয়ে আবার ময়না তদন্ত করা হলো। নতুন কিছু কি বেরিয়ে এসেছে? হ্যাঁ , এসেছে। তনুর ঘাড়ের পেছনে আঘতের আলামত পাওয়া গেছে। আর গলায় চাপ ধরা রক্ত পাওয়া গেছে। তবে একটা প্রশ্ন থেকেই যায়, সদ্য মৃত দেহের পোস্টমর্টেম থেকে তারা এই আলামতগুলো পেল না। কিন্তু অর্ধপঁচা লাশের দেহ থেকে পেল। এবং সবশেষে ঘোষনা করলো কারো সাথে এইসব আলামত ম্যাচ করেনি। সেই বস্তা পঁচা পুরোনো ডায়ালগ।
আর যারা তনু হত্যার বিচারে সোস্যাল মিডিয়তে ভূমিকম্প সৃষ্টি করে ফেলেছেন, তাদের বলছি। তনুকে আমরা বোন ডাকছি। আর সেই বোনের রক্তাক্ত, অর্ধনগ্ন ছবি পোস্ট করে সারা পৃথিবীতে ছাড়িয়ে দিচ্ছি। আপনার নিজের মৃত বোনের এমন অর্ধ নগ্ন ছবি কি আপনি সত্যিই পারতেন প্রকাশ করতে? হয়তো পারতেন। কারন আমাদের বিবেক তো আজ এমনই!!
একটু ভাবুন! এরপর হয়তো আর ভাবারও সুযোগ পাবেন না!
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৬ বিকাল ৩:৫৮