প্রথম থেকেই কোরবানির গরু কেনার দায়িত্বটা থাকে বাবার ওপর। ফলে বরাবরই এ ঝামেলা থেকে বেঁচে যান শাকিব খান। এবারও ভেবেছিলেন তা-ই হবে। কিন্তু হলো না। বাবা হজে থাকায় দায়িত্বটা তাঁর ওপরই পড়ে গেল। উপায়ান্তর না দেখে শাকিবও তাই শেষ পর্যন্ত মায়ের আবদারে রাজি হয়ে গেলেন। শুধু তা-ই নয়, যথাযথভাবে দায়িত্বটা পালনের জন্য এখন থেকেই নানা উদ্যোগ নিয়েছেন তিনি। কাছের সব ভাই-বন্ধুকে দিয়ে প্রতিনিয়ত বাজারে খোঁজখবর নিতে শুরু করেছেন তিনি। গরু কেনা তো আর ছেলেখেলা নয়! তা ছাড়া বাজার সম্পর্কেও তো বিস্তর ধারণা থাকতে হবে। না হলে তো ঠকতে হবে। শাকিব বলেন, 'জানি না কোথা থেকে কী হলো। দায়িত্বটা কিভাবে পালন করব, তা নিয়েও আছি শঙ্কায়। তবে ইচ্ছা আছে, প্রথমবার যখন হাটে যাচ্ছি_যে গরুটি পছন্দ হবে, দামের দিকে না তাকিয়ে সেটিই কিনব। এ নিয়ে পিছুটান রাখব না।'
সবাই আমার আপুটার জন্য দোয়া করবেন যাতে সে গরুর লাথি না খায়।



Click This Link