নি
হুমায়ূন আহমেদ
ফ্ল্যাপে কিছু লেখা নেই। আর হুমায়ূন আহমেদের এই গল্পের কাহিনি সংক্ষেপ লেখা আমাকে দিয়ে হবে না। আমি নিজের পছন্দ মত একটা প্যারা তুলে দিচ্ছি।
মবিনুর রহমান নৌকার বিছানায় শোয়া মাত্র ঘুমিয়ে পড়লেন। গাঢ় ঘুম, এত গাঢ় যেন মৃত্যুর কাছাকাছি। এই ঘুমের মধ্যেও তিনি অতি বিচিত্র একটা স্বপ্ন দেখলেন। যেন কয়েকজন বুড়ো মানুষ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছেন। সবার চেহারা একই রকম। তাকিয়ে থাকার ভঙ্গীও একই রকম। সবার মুখে এক ধরনের প্রচ্ছন্ন হাসি। সেই হাসি একই সঙ্গে কঠিন এবং কোমল।
এরা হলেন নি। যারা স্বপ্ন তৈরি করেন।
পাঠ প্রতিক্রিয়া
বাংলাদেশের মফস্বলের পটভূমিতে লেখা সায়েন্স ফিকশন বলা হয় নি'কে।
উপন্যাসের প্রধান চরিত্র মবিনুর রহমানকে প্রথম পরিচয়ে যে কোন ছাত্র/ছাত্রী অপছন্দ করবে। একজন মানুষের সমস্ত কাজ যদি হয় রোবটের মতো, বিজ্ঞান নিয়ে একটু এদিক ওদিক করে কথা বললেই যদি পাটিগণিতে অংক করার শাস্তি দিয়ে বসেন, তাকে কে পছন্দ করবে?
এই বইয়ে আমার সবচেয়ে প্রিয় চরিত্র হলো, নৈঃশব্দবতী জেবা। কেন, কে জানে, বাচ্চা মেয়েদের মধ্যে পরিণত ভাব থাকলে ওই বাচ্চাকে আমার খুব ভালো লাগে। আর এই মেয়ে তো পরিণতদের মধ্যেও পরিণত।
কিছু ব্যাপার ভালো লাগেনি। লুঠ করা গমের দায়ভার নিরপরাধ শিক্ষকের উপর চাপিয়ে দেওয়ার মত গ্রাম্য রাজনীতি কিংবা হাউজ টিউটরের প্রেমে পড়ে উত্তাল নদীতে ঝাপিয়ে পড়ার মত ব্যাপারগুলিকে মনে হয়েছে কাহিনির অগভিরতা।
হুমায়ূন আহমেদ থ্রিলার লিখেন না বলে
সাধারণত তাঁর বইয়ে টুইস্ট থাকে না। কিন্তু এই বইয়ে সবচেয়ে বড় টুইস্টটা ছিল লাস্ট সিনে। ওটা পড়ে ভালোই চমকেছি। এবং উপভোগ করেছি। স্যারের যে অল্প কয়েকটা বইয়ের ফিনিশিং খুব ভালো, সেগুলির মধ্যে এটা অন্যতম।
রিভিউর বাইরের কিছু কথা -
আমি পিডিএফ পড়তে খুব অপছন্দ করি। পিডিএফে বই পড়তেও আমার খুব বিরক্ত লাগে। গত কদিন ধরে স্যারের নি উপন্যাসের কথা বার বার শুনছিলাম।
হুট করে মনে হল বইটা পড়া আমার জন্য অতি জরুরী। আমি পিডিএফ লিস্ট থেকে সার্চ দিয়ে বইটা পেলাম। ওপেন করে দেখি মাত্র ৫০ পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠা পড়ে দ্বিতীয় পৃষ্ঠায় যেতেই বুঝলাম, বইটা আদৌ ৫০ পেজের নয়। এটা যেই সেই পিডিএফ না - যেসব পিডিএফ দেখলে আমি সাথে সাথে ডিলিট করে দিই, সেই পিডিএফ। প্রত্যেকটা পেজে দুই পাতা করে। এই পিডিএফ উপর-নিচ, ডানে-বামে করে পড়তে হয়। আমার জন্য অসীম ধৈর্য্যের কাজ। আমি অসীম ধৈর্য্য নিয়ে বইটা পড়তে শুরু করলাম।
সায়েন্স ফিকশন বলা হলেও নি কে আমার সায়েন্স ফিকশন মনে হয়নি। সায়েন্স ফিকশনে এত মায়া থাকে না। এটা পড়ে আমার কাছে বরং মনে হয়েছে নি অতিপ্রাকৃত গল্প। আধিভৌতিক, অতিপ্রাকৃত হল আমার সবচে প্রিয় জেনর। প্রিয় লেখকের প্রিয় জেনরের বই পড়ার জন্য এইটুকু কষ্ট করাই যায়।
বাইরে ঝোড়ো হাওয়া সব উড়িয়ে নিয়ে যাচ্ছে। বইয়ের সিচুয়েশনের সাথে আবহাওয়াটা খুব বেশি মিলে গেছে। আমি আরো একবার হুমায়ূন আহমেদ পড়ে মোহাবিষ্ট হলাম। আমার মনে হল আমি এই পৃথিবীতে নাই। আমি নি'দের পৃথিবীতে চলে গেছি।
বই পরিচিতিঃ
বইঃ নি
লেখকঃ হুমায়ূন আহমেদ
মূল্যঃ ১৫০ টাকা (মলাট মুল্য)
প্রকাশনীঃ কাকলি প্রকাশনী
জনরা: সায়েন্স ফিকশন
সর্বশেষ এডিট : ২৫ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:১৭