24/04/2015
টসে জিতে ব্যাটিং এ বাংলাদেশ। ঠিক কোন ভেন্যুত খেলবে, জানিনা। আমি নিজে কোথায়, সেটাও জানিনা। যেটা জানি, সেটা হলো,
বাসার জানালা দিয়ে সরাসরি খেলা দেখতে পাচ্ছি আমি! ! !
তাও আবার, দূউউউউউউউউর থেকে নয়! একদম কাছ থেকে!
তামিম আর সোম্য নেমেছে সাদা জার্সি পরে। খেলার আধাঘণ্টা যেতেই আমি পুরাই থ! এটা কি টেস্ট?
৩ চার আর ১ ছয়ে ৩২ বলে তামিমের ফিফটি এসে গেছে! আরি খাইছে! কী এক খেলা হচ্ছে রে! চেঁচিয়ে আর হাতে তালি দিয়েই আমি নেতিয়ে পড়েছি। অদ্ভুত ব্যাপার হল, পাইক্কা বোলার গুলো সব শেওলা রং এর পোশাকেই নেমেছে! আমি ভাবলাম, ব্যাপার না। স্বপ্নে সবই সম্ভব!
তামিমের রানের চাকা সেঞ্চুরি আসতে লেগে গেল দুপুর পর্যন্ত। ইতিমধ্যে সৌম্যর ফিফটি হয়ে গেছে। আমি দোতলা থেকে নেমে দৌড়েএএএএএ চলে গেলাম ক্রিজে!
গিয়ে তামিমকে বললাম, "টমেটো দিয়ে আইড় মাছ ভূনা করেছি। আরো কয়েক পদের ভর্তা আছে। তাইলে আমার বাসায় খেতে আসতে পারেন।"
তামিম বলল, "শুনেই জিভে জল এসে গেল! খিদেও পেয়েছে।"
সোম্যের দিয়ে তাকিয়ে হাঁক ছাড়ল, "ওই সৌম্য! আয় খায়া আসি!"
আমি মহাউৎসাহে তাদের বাসায় নিয়ে এলাম! গোসল করে(!) তৃপ্তি সহকারে ভাত খেয়ে(!) তারা আবার খেলতে নামল!
তামিমের তখন দেড়শ রান পেরিয়ে গেছে। বেশি খাওয়ার কারণে কিনা কে জানে, সে খুব হাঁসফাঁস করছে! গরম সহ্য করতে না পেরে বেচারা জার্সি খুলে খালি গায়েই খেলা শুরু করল! ডাবল সেঞ্চুরীটা এবার করতেই হবে!
এরমধ্যে মুশির ( তামিমের পার্টনার হিসেবে আমি একবার সৌম্য একবার মুশিকে দেখেছি! আমার কী দোষ? ) সেঞ্চুরি হয়ে গেছে।
শেষ পর্যন্ত তামিমের ডাবল সেঞ্চুরি হয়েছিল কিনা, আমার আর মনে নাই। জীবনে বহুত অদ্ভুত স্বপ্ন দেখছি। কিন্তু এইটার মত অদ্ভুত স্বপ্ন এই প্রথমবারের মত দেখলাম!
Bangladesh Vs Pakistan Test হয়েছিল পনেরো'র এপ্রিলে। এই উদ্ভট স্বপ্ন দেখেছিলাম। আমার এই পোস্টের কল্যাণেই কিনা জানি না, তামিম ডাবল সেঞ্চুরি করেছিল। কায়েস ১৮০ করেছিল মনে হয়। আমার মুখে ফুলচন্দন পড়ে যদি ইতিহাসের পুনরাবৃত্তি হত! আমি আবার ক্রিকেটের ক্ষেত্রে "এটা করলে বাংলাদেশ ভালো করে" টাইপ কুসংস্কারে আটকে আছি।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০১৬ সকাল ৯:৪৪