ওৎ পেতে থাকা শেয়াল শকুন
ওৎ পেতে থাকা হায়েনা,
ধ্বংসের খেলা খেলে যায় তারা
মানুষের ভালো চায় না
তাদের জন্য প্রয়োজন সতর্ক চোখ রাখা …
স্বাধীন দেশে উড়বেই শুধু স্বাধীন পতাকা …
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল …
সবুজের বুকে লাল, সে তো উড়বেই চিরকাল …
অনেক আগে একটা সিনেমা দেখেছিলাম, মাহফুজ অভিনীত। নাম- লাল সবুজ। ক্রিকেটের যেন সিচুয়েশনটা ওই সিনেমার মতোই। আমাদের ক্রিকেটের জন্যও হায়েনা-শকুনেরা আছে। পিছনে থেকে কেবল কামড়ে দেয়। বার বার কামড়ে দেয়। আঁচড়ে দেয়। আহত বাঘ ছেঁচড়ে ছেঁচড়ে হেঁটে হুমড়ি খেয়ে পড়তে পড়তে সোজা হয়ে দাঁড়ায়।
এবারের আহত হয়েছিল তাসকিন আহমেদ। দীর্ঘ সাড়ে ছয় মাস ছেলেটার উপর যে অযথাই যে নিষেধাজ্ঞার খড়গ ঝুলিয়ে রেখেছিল, মানসিক ভাবে দূর্বল করে দিয়ে ওর যোগ্যতায় প্রশ্ন তুলতে চেয়েছিল, সেটাকে ওভারকাম করে ফিরে আসা সত্যিই খুব খুব কষ্টকর। তবুও সে শুরু করেছিল কনফিডেন্টলি।
সামনের চুলটাকে সোজা করে সেই পুরোনো স্টাইলে দৌড়।
মিসড ইজি ক্যাচ। তাসকিনের অবিশ্বাস্য দৃষ্টি। কেন তার ক্ষেত্রেই ক্যাচ মিস হতে হবে? নিস্ফল বুকচেরা আস্ফলন। তারপর আবার
সামনের চুলটাকে সোজা করার চেষ্টা করে পরের বলের জন্য নির্ধারিত জায়গায় যাওয়া … কিন্তু ইতিমধ্যেই আত্মবিশ্বাসী হয়ে খেলা শুরু করার প্রাণপণ চেষ্টাটা বিফলে যাওয়ায়, সেটার ভিত্তিটা নড়ে গেছে।
তারপরের উপাখ্যান ছিল হতাশার। ইয়োর্কার স্পেশালিষ্ট বোলিং করতে শুরু করে গায়ের জোরে। ফলাফল যা হবার, তাইই। ব্যর্থ।
এই লেখাটা লিখতে শুরু করেছিলাম খেলা শুরু হবার পর পরই। আমাদের পেস স্পেশালিস্টদের আফগানরা নাকানি চুবানি খাওয়াচ্ছিল, আর ওরাও যেন হারার আগেই হেরে যাচ্ছিল। ওদের বডি ল্যাঙ্গুয়েজে আমি কেবল আশ্চর্যই হচ্ছিলাম তখন। এই কি আমাদের ম্যাশবাহিনী? যারা শেষ বল শেষ হবার আগে হারে না? বিশ্বাস হচ্ছিল না।
আর তারপর … তারপর শেষ তিন ওভারে যেন ইতিহাস হয়ে গেল। সাকিবের শেষ ওভার শেষ হবার পর ভাবছিলাম, এখন কী হবে? এখন কী হবে? কেন যেন মানসপটে তখন ভেসে আসছিল, ম্যাশ তার প্রিয় তাসকিনের হাতে বল তুলে দিতে দিতে বলছে, "তুইই আমার শেষ ভরসা … "
ব্যস! এটুকুই। তাসকিন তার গুরুর ভরসার দাম দিলো। চমৎকার সব ডেলিভারি করল। আমি তখন ভাবছিলাম, এই ডেলিভারি গুলি এতক্ষণ কই ছিলো? আর হঠাৎ করে তাসকিন এত ভালো ইয়োর্কার মারার উদ্দাম কই পেল? আবারো বিশ্বাস করতে ইচ্ছে হলো, আমার মানসপটে দেখা ওই কল্পনাটুকু সত্যিই কল্পনা নয়। আর তারপর আমি দেখলাম, আমি তারস্বরে চেঁচাচ্ছি। তাসকিনকে দেখে দেখে রুবেলের আত্মবিশ্বাসও যেন ফিরে এলো। ওও এই ম্যাচে ওর সেরা ডেলিভারিগুলি করলো। উইকেটও তুলে নিলো। এত বেশি এক্সাইটমেন্ট শেষ পেয়েছিলাম গত বছর। সাউথ আফ্রিকা বাংলাদেশ সিরিজের শেষ ম্যাচে। লাইভ। আজকের শেষ তিন ওভারের উত্তেজনা যেন সেটাকেও ছাড়িয়ে গেল।
শেষ ওভারে আবার ফিরে এলো তাসকিন। তার সাথে আবারো টেনশন। কিন্তু টেনশনকেও এক ফুঁতে উড়িয়ে দিলো তাসকিন। ও ফিরলো। এবং রাজকীয়ভাবেই।
হায়েনারা বড়জোর আহত করতে পারে। কিন্তু বাঘকে কখনো তাতে দমানো যায় না। কিছুতেই না।
খেলা শেষ হতেই আরেকবার চেঁচিয়ে উঠলাম, দৌড়া! বাঘ আইলো!
সর্বশেষ এডিট : ২৬ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১২:১৩