-"কিছু কথা ছিলো বলার!"
-"বলো!"
-"ভালবাসার মানে জানো?"
-"ভালোবাসা?সে তো মরিচিকা!"
-"না!ভালবাসা,
প্রভাতের স্নিগ্ধ রবি!"
-"কিন্তু মধ্যাহ্নে তা যে অসহ্য!"
-"বিকেলের কোমল রোদ!"
-"তা যে অস্তগামী!"
ভালবাসা, আধার রাতে চাঁদের আলো!"
-"চাঁদও তো ঢেকে যায় মেঘে!"
-"সেও তো অপরূপ দেখতে!"
-"আধার তখন গ্রাস করে সব!"
-"ভালবাসা শরতের নীল আকাশ!"
-"কিন্তু তা ঢেকে দিয়ে যখন
কাল মেঘ ভীর করে-
আকাশ ভেঙ্গে বৃষ্টি নামে!"
-"সেই বৃষ্টিও মনোরম!"
-"তা যে কষ্টেরই প্রতীক!!"
-"তবুও ভালবাসি-ভালবাসি তোমায়!!!"
-"না- না!!আমার ভয় হয়!!"






















সর্বশেষ এডিট : ১৫ ই জুন, ২০১১ সকাল ১১:২৮