শ্রীমতি হাসিনা,
আপনি যে খেলা শুরু করেছেন, তা শেষ করতে পারবেন তো?
১. আপনার হুকুমে সাহারার পুলিশ বিএনপির প্রায় ২০০ জন কেন্দ্রীয় নেতার নামে ২ টা বানোয়াট মামলা করলো সচিবালয়ে বোমা মারা এবং আপনার অফিসের সামনে বাস জ্বালানোর অপরাধে! অথচ ঘটনার সময় ওই নেতারা বিএনপি অফিসের মধ্যে পুলিশ দ্বারা ঘেরাও অবস্থায় ছিলো। যেদিন সচিবালয়ের দেওয়ালে পটকা ফোটে সেদিন আপনি ওখনে ছিলেন। স্বভাবতই সিকিউরিটি ছিল নিচ্ছিদ্র। ওইদিন সরকারী এজেন্সির লোক ছাড়া ঐ পটকা ফুটানোর শক্তি কারো ছিল না। আর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জাহাঙ্গীর গেট জায়গাটুকু ‘হাই প্রোটেক্টেড এরিয়া।’ ওখানেও বাইরের কারো পক্ষে বাস জ্বালানো অসম্ভব। দু’টো যায়গাতেই সিসিটিভি ক্যামেরা আছে। ওখানে যে কোনো অঘটনের ভিডিওি ছবি থাকা নিশ্চিত। নিঃসন্দেহে এগুলো আপনার ডিজিএফআইর কাজ। অথচ আপনি মামলা দিয়েছেন গুনে গুণে ১৮ দলীয় জোটের যে সকল নেতারা মাঠে সক্রিয় তাদের সবার নামে।
এর মধ্যে বিএনপির ষ্টান্ডিং কমিটির মেম্বার, ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে এমপি, কেন্দ্রীয় কমিটির নেতা, অংগসংগঠনের সব। অর্থাৎ দুই মামলায় সব কাভার। আপনার ঢোলবাদক এডভোকেট কামরুল আগেই বলে দিয়েছে, “এক মামলায় বিএনপি শেষ!” তার মানে এটা পরিস্কার, ষড়যন্ত্রটা আপনার লেভেলেই হয়েছে। এরপরে এদের জামিন দিবেন না। হাইকোর্ট পাহারা বসিয়েছিলেন। নেতারা লুকিয়ে পালিয়ে হাইকোর্টে গেছেন। আপনার হুকুমে জামিন বন্ধ। দ্রুতবিচার আইনে মামলা করলেন, জেলে পাঠালেন, কাউকে আবার রিমান্ডে নিলেন। অথচ ইলিয়াসকে ফেরত দিলেন না! এই আপনার ধর্ম? ২. চট্টগ্রামে গাড়ি পোড়ানোর মিথ্যা মামলায় ১৮ দলীয় জোটের শতাধিক নেতার নামে মামলা করেছেন। ৫৩ গুরুত্বপূর্ন নেতার নামে চার্জশীট দাখিল করা হয়েছে। তার মানে চিটাগাঙ্গেও গণ মামলা! ৩. ঢাকা জজকোর্টের বিএনপি সমর্থক প্রথমসারির ২৯ জন আ্ইনজীবির নাম উল্লেখ করে আরো ৭০ জনের বেশি আইনজীবীকে অজ্ঞাত দেখিয়ে পুলিশ দ্রুত বিচার আইনের ৪ ও ৫ ধারায় বানোয়াট মামলা দায়ের করে। এটা যে আপনার হুকুমেই হয়েছে, তা বলার অপেক্ষা করে না।
এ মামলার পরে জজ কোর্টে বিএনপিপন্থী আইনজীবিরা গরহাজির, মামলার শুনানিতেও আসছেন না। জামিন নেয়ার আগ পর্যন্ত সবাই আত্মগোপনে থাকবে। এখানেও আসামীর লিষ্টে নাম দেয় হয়েছে কেবল চেহারা দেখে দেখে। কারা খুব একটিভ, সব জেলে ঢোকাও। শ্রীমতি হাসিনা, তৃপ্তির ঢেকুর গিলছেন। ভালো কথা। গিলে যান। তবে দেখবেন বদহজম যেনো হয়ে না যায়। আপনি মাইনাস টুর ভয়ে আছেন। এবারে তা হবে না, হবে মাইনাস ওয়ান। পিলখানার ৫৮+২ সেনা কর্মকর্তা হত্যার বদলা হবে না? বিডিআর ধংস করার জের হবে না?সেনাবাহিনীর দু’শতাধিক অফিসারের চাকরিচ্যুতি ও জেল দেবার বদলা হবে না? শেয়ার মার্কেটের হাজার হাজার কোটি টাকা লুটপাট ও ডজনখানেক আত্মহত্যার বদলা হবে না?
সাগর রুনির লাশের বদলা হবে না? ইলিয়াস আলী-চৌধুরী আলমদের গুমের বদলা হবে না? খালেদা জিয়াকে বাড়ি থেকে টেনে বের করে দেয়ার জবাব নিবেন না?সাড়ে তিন বছরে ৯ হাজার বেওয়ারিশ লাশের জবাবদিহি করবেন না? বিশ্বনাথে ২০ হাজার লোকের নামে মামলা করার জবাব দিবেন না? ডঃ ইউনুসকে অপমান করার খেসারত দিবেন না? আমরাও কিন্তু আপনার বাপ-দাদার নাম জানি। কেমন করে মামলার পর মামলা দিতে হয়, তাও জানি। আপনার কোমড়ে দড়ি লাগিয়ে রিমান্ডে নিতে এই পুলিশেরা একটুও দ্বিধা করবে না তখন।
আপনার দলের একটিভ নেতাদের নাম আমাদের জানা আছে। আপনার দলের পেটুয়া আইনজীবি, দালাল বিচারক সবার নামই আছে। এরকম ৩/৪টা মামলায় সব ঢুকিয়ে দিয়ে জেলখানায় নেবার সময় যেনো সুশীলেরা চিৎকার না দিয়ে ওঠে। আর ২৮ অক্টোবরের পল্টন হত্যাকান্ডে এবং শেরাটনের সমানে ডবল ডেকারে আগুন দিয়ে ১১ যাত্রী পুড়িয়ে মারার অপরাধে যদি ”জুলফিকার আলী ভুট্টোর” মত আপনার ফাঁসি হয়, তবে উহ আহ করিয়েন যে যেনো।
জানেন তো, "আন্ধা কানুন" ।
-------------------------------------------------
**** যদিও এই লিখা আমার নয় কিন্তু গুম হবার ভয় থাকা সত্তেও না শেয়ার করে পারলাম না !! একটা কথা মানতেই হবে, রাজাকার/৭১ বাহানা দিয়ে বাংগালীকে নাকে দডি দিয়ে ঘুরাবার দিন শেষ !!
সূত্রঃ https://www.facebook.com/shoponer
-------------------------------------------------
আমেরিকা গিয়ে স্যান্ডউইচ-চিপস খেয়ে নোবেল বাগাতে না পারলে যা হয় !!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৫টি মন্তব্য ০টি উত্তর


আলোচিত ব্লগ
চিলিং আউট ইন মরোক্কোঃ ওস্তাদের সাথে বহু-প্রত্যাশিত মোলাকাত!!!
পূর্বকথাঃ আপনাদের অনেকেরই হয়তো মনে আছে সেই ২০২২ এর সেপ্টেম্বর মাসে একটা পোষ্ট করেছিলাম মরোক্কোর তান্জিয়ারে যাওয়া নিয়ে.........বদ লোকের জন্য দোয়া করলে বদ-দোয়া হয়ে যায়!!! শিরোনামে। সেই ভ্রমনের আসল সচিত্র... ...বাকিটুকু পড়ুন
কে মেয়র হবে না হবে, তাতে আমার কী আসে যায়!
একটা কথায় কতটা ক্ষোভ, হতাশা আর বাস্তবতার প্রতিফলন হতে পারে—এই একটুকু বাক্যই তার প্রমাণ। এটা নিছক কোনো ফেসবুক স্ট্যাটাস না, এটা আজ হাজারো সাধারণ নাগরিকের কণ্ঠস্বর, যারা প্রতিদিন বাঁচার সংগ্রামে... ...বাকিটুকু পড়ুন
=ভুল করি, বিপদে পড়ি= (প্রার্থনা)
যখন তোমার বান্দা অহঙ্কারী হয়, তুমি তো তা দেখ,
কী শাস্তি আমার পাওনা হিসাবের খাতায় লেখ;
আমি হারাই পথের দিশা,
জীবনে নেমে আসে সহসা অমানিশা।
কখনো দাও রোগ বালাই,
কষ্টে ভোগে প্রার্থনায় তোমারেই... ...বাকিটুকু পড়ুন
পুতুল নাচের মাঝের গল্প : ওয়াকার বনাম ইউনূস !
বাংলাদেশের রাজনীতির বর্তমান অবস্থা দেখে একজন সাধারণ নাগরিক কি ভাবছেন? তাদের ভাবনার আদৌতে গুরুত্ব আছে কোনো ? দেশে ইন্টেরিম সরকার ক্ষমতায় থেকে টেনেটুনে চালিয়ে নিয়ে যাচ্ছে। দেশে নির্বাচন... ...বাকিটুকু পড়ুন
প্রতিদিন কত খবর আসে যে কাগজের পাতা ভরে...
পঞ্চগড় সদর উপজেলার পানিমাছপুকুরি এলাকায় তাওহীদ মডেল মাদরাসার এক শিক্ষার্থী (সুমনা)’র রহস্যজনক মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, এটি স্বাভাবিক মৃত্যু নয়, বরং পরিকল্পিত হত্যাকাণ্ড।
নিহতের বড় বোন আমেনা খাতুন জানান, কিছুদিন আগে... ...বাকিটুকু পড়ুন