কিছু কিছু শর্টকাট রয়েছে যা আমাদের টেক লাইফকে আরও সহজ করতে পারে এবং সেইসাথে বাঁচাতে পারে মুল্যবান সময়। যদিও জিনিসগুলো খুব বেসিক লেভেলের কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমরা অনেকেই এগুলোর দিকে মনোযোগ দেই না এবং ফলশ্রুতিতে অহেতুক সময়ের অপচয় করি। তো কথা না বাড়িয়ে চলুন দেখা নেয়া যাক কৌশলগুলো।
১। কোন শব্দকে "হাইলাইট" করার জন্য অনেকেই পুরো শব্দটির উপর মাউস একদিক থেকে অন্যদিকে টেনে নিয়ে সেটাকে সিলেক্ট করেন। কিন্তু এটা করার দরকার নেই আসলে। ওয়ার্ড প্রসেসর কিংবা ওয়েব পেজ উভয় মাধ্যমেই, কোন শব্দকে "হাইলাইট" করতে চাইলে সেটিকে ডাবল ক্লিক করুন।
২। যেকোনো প্রোগ্রাম এ কোন শব্দকে কেটে দিয়ে অন্য শব্দ লিখতে হলে ঐ শব্দটিকে ডিলিট করার দরকার নেই। ঐ শব্দটিকে ডাবল ক্লিক করে "হাইলাইট" করে নিয়ে নতুন শব্দটি আগের শব্দটির উপর লিখে দিন।
৩। কোন ওয়েবপেজ ফুলস্ক্রিন অথবা মিনিমাইজ করা অবস্থায় সহজে স্ক্রল করার জন্য "স্পেসবার" চাপলেই স্ক্রল করে নিচে নামতে পারবেন আবার "Shift" বোতাম চেপে ধরে "স্পেসবার" চাপলে স্ক্রল করে উপরে উঠতে পারবেন।
৪। কোন ওয়েবপেজে ফর্ম পূরণ করার সময় দেখা যায় একাধিক বক্স এ তথ্য বসাতে হয় এবং এ কাজটা অনেকেই বারবার মাউস ব্যবহার করে সম্পন্ন করেন। কিন্তু কিবোর্ডের "Tab" কি চেপে ধরলেই এক বক্স থেকে অন্য বক্স এ স্ক্রল করা যায়। স্ক্রল করে পূর্ববর্তী বক্স এ যেতে "Shift" কি চেপে ধরে "Tab" কি চাপুন।
৫। কোন মুদ্রার মান অন্য মুদ্রায় জানার জন্য কিংবা কোন পরিমাপের একককে অন্য এককে রূপান্তর করার জন্য সরাসরি গুগলে লিখে সার্চ দিলেই হবে। গুগল আপনাকে কোন থার্ড পার্টি ওয়েব সাইটে না পাঠিয়ে নিজেই কনভারশন এর কাজটি করে দেবে। উদাহরনঃ euros in 17 dollars
৬। কোন বিদেশী শব্দের অর্থ জানতে গুগল এ "Define" লিখে তারপর ঐ শব্দ বা শব্দগুচ্ছ
টি লিখে সার্চ করুন। গুগল এর ডিকশনারি ডাটাবেজ থেকে আপনাকে সরাসরি ঐ শব্দের অর্থ জানিয়ে দেওয়া হবে যদি শব্দটি গুগলের ডাটাবেজে থেকে থাকে।
৭। Windows এ "Alt+Tab" এবং ম্যাক এ "Command-Tab" চেপে সহজেই এক প্রোগ্রাম থেকে অন্য প্রোগ্রাম এ যাওয়া যায়।
৮। "http://www" কোন ওয়েবসাইটের ঠিকানা লেখার সময় এই অংশটি লেখার কোন প্রয়োজন নেই। সরাসরি ব্রাউজার এর এড্রেস বার এ ওয়েবসাইটের মূল নামটি লিখুন।
৯। আইফোন বা এনড্রয়েড চালিত কিংবা অন্যান্য বেশ কিছু ফোনে কোন বাক্য শেষ করার পরে দুই বার স্পেসবার চাপুন তাহলেই বাক্যের শেষে অটোমেটিকেলি দাঁড়ি বসে যাবে এবং নতুন বাক্য শুরুর প্রথম অক্ষরটি বড় হাতের হয়ে যাবে।
১০। কোন ওয়েব পেজের কন্টেন্ট ছোট বা বড় করে দেখতে চাইলে "Ctrl" চেপে ধরে "-" অথবা "+" বোতাম চাপুন। অথবা "Ctrl" চেপে ধরে মাউস এর উপরের চাকাটি সামনে পিছে ঘুরিয়েও এটা করা যায়।
(ডেভিড পগ এর বেসিক টেক টিপস অবলম্বনে লিখিত)