নিধিরাম সর্দার বলেছেন :
২০০৭-১১-২০ ২১:২৫:৩৮
"অবাধ্য স্ত্রীদের বিষয়ে কোরআনে আল্লাহ তায়ালা বলেন,
'তবে যদি তারা (এমনিই) অনুগত হয়ে যায়, তাহলে (খামাখা কষ্ট দেয়ার) জন্যে অজুহাত খুঁজে বেড়িয়ো না।' (সূরা আন নেসা, আয়াত ৩৪) "
একজন মানুষ আরেকজন মানুষের অনুগত হবে কেন? যেখানে একটা বিবাহ চুক্তিতে দুজনই সমান পার্টনার ,এ আয়াতের মানে কি?
.......আয়াতের বিরুদ্ধে কথা!!!!!
"একই সাথে এ দুটি জিনিস ফেতনাও, কারণ এগুলো অনেক সময় মানুষকে আল্লাহবিমুখ করার কারণ হয়ে দাড়ায়। নারীর ক্ষেত্রেও একই কথা সত্য। নারী নেয়ামত হওয়ার পাশাপাশি ফেতনাও। "
নারী আর মানুষের ডিফারেনস কি? শিশু আর মানুষের মধ্যে ডিফারেনস কি?''---- প্রশ্ন তোলা কেন ???
এছাড়া আরও কিছু তার মন্তব্য-
''পৃথিবীতে পাপ ও নেই, পুন্যও নেই। আছে লক্ষ্য আর লক্ষ্যে পৌছাবার চেষ্টা"
'লিলিথের সৃষ্টিই আদমের অস্হি থেকে নয়, ইশ্বর লিলিথ কে সৃষ্টি করেছিলেন মাটি থেকে আদমের মতো করে। '
'যে বয়সে ছেলেদের মেয়েদের স্তন নিয়ে খেলার কথা সে বয়সে নিজেদের অন্ডকোষ নিয়ে খেলে আর এর কারনেই কাম সম্পর্কে আমরা একটি বিকৃত মনোভাব নিয়ে বড় হই।'-
মেয়েদের স্তন কি ছেলেদের খেলার জন্য?????? অসভ্যতা আর কাকে বলে????