প্রায় এক বছর আগে শুরু হয় আইসিটি ব্যারোমিটারের যাত্রা। চলমান আইসিটি জগতের খবরাখবর বাংলায় উপস্থাপন করাই ছিলো আইসিটি ব্যারোমিটারের উদ্দেশ্য এবং এখন পর্যনত্দ এই উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যাচ্ছে আইসিটি ব্যারোমিটার।
শুরুটা সাদামাঠা থাকলেও একটি আইসিটি নিউজ পোর্টালের জন্য যা যা দরকার, বর্তমানে সমসত্দ বিভাগ যোগ হয়েছে এবং পাঠকদের চাহিদা মতো প্রতিদিন ভিন্ন স্বাদের 8 থেকে 12টি নতুন সংবাদ সংযোজিত হচ্ছে আইসিটি ব্যারোমিটারে।
বর্তমানে আইসিটি ব্যারোমিটারে রয়েছে নিরাপত্তা, আইসিটি ক্যাম্পাস, বিনোদন, ওয়েব বিশ্বকোষ, ইন্টারনেট, আলোচনা, গেমস, মোবাইল, সফটওয়্যার, হার্ডওয়্যার এবং প্রযুক্তি প্রতিবেদনের মতো প্রয়োজনীয় বিভাগ।
একশতভাগ বাংলাভাষার সাইটি বিশেষভাবে ইউনিকোডে ডিজাইন করা হয়েছে যাতে করে যে কোনো ব্রাউজার এবং যে কোন অপারেটিং সিস্টেমে সাইটটি বাংলায় প্রদর্শিত হয়। বাংলাদেশে বাংলা ভাষায় আইসিটি জগতের খোঁজ খবর নিয়ে এ ধরনের পোর্টাল এটাই প্রথম।
ঠিকানা: [লিংক=যঃঃঢ়://িি.িরপঃনধৎড়সবঃবৎ.পড়স/]আইসিটি ব্যারোমিটার[/লিংক] যদি মনে রাখতে অসুবিধা হয়, তাহলে [লিংক=যঃঃঢ়://িি.িনধহমষধরপঃ.পড়স]বাংলা আইসিটি[/লিংক] ঠিকানা থেকেও সাইটটি দেখা যাবে।
--অমি আজাদ