রাজনৈতিক সহিংসতায় বাংলাদেশে প্রাণহানি বাড়ছে৷ বাড়ছে আহতের সংখ্যা৷ এতে ঐ পরিবারগুলোতে যেমন বিপর্যয় নেমে আসছে, তেমনি পঙ্গুত্বের শিকার হয়ে অনেকেই কর্মক্ষমতা হারিয়ে দুর্বিষহ জীবন যাপনে বাধ্য হচ্ছেন৷
গত বছর বাংলাদেশে রাজনৈতিক সংহিংতায় ১৬৯ জন নিহত হয়েছেন৷ আহত হয়েছেন ১৭,১৬১ জন৷ আর চলতি বছরের প্রথম মাসে নিহত হয়েছেন ১৭ জন৷
আহত ১,৬৪৩ জন৷ এক বছরে রাজনৈতিক সংঘাতের ঘটনা ঘটেছে প্রায় ৬০০৷
এই হিসাব মানবাধিকার সংগঠন ‘অধিকার’-এর৷ অধিকার-এর তথ্য অনুযায়ী, এই সংঘর্ষ এবং সহিংসতার শিকার শুধু রাজনৈতিক দলের নেতা-কর্মী নন৷ এদের বড় একটি অংশ সাধারণ মানুষ, যারা কোনভাবেই রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন৷ যার বড় প্রমাণ বিশ্বজিত দাশ হত্যাকাণ্ড৷
গত ৯ই ডিসেম্বর বিরোধী দলের অবরোধ চলাকালে ঢাকায় দর্জি দোকানদার নিরীহ বিশ্বজিতকে পিকেটার সন্দেহে কুপিয়ে হত্যা করা হয়৷ হিউম্যান রাইটস ফাউন্ডেশনের প্রধান নির্বাহী এ্যাডভোকেট এলিনা খান ডয়চ ভেলেকে জানান বিরোধপূর্ণ রাজনীতির কারণে এই পরিস্থিতির সৃষ্টি হচ্ছে৷
তিনি বলেন, সামনে যে পরিস্থিতি ভাল হবে, তারও কোন আশা দেখা যাচ্ছে না৷ কারণ দেশের প্রধান দুই রাজনৈতিক দল আর জোটের মধ্যে দূরত্ব বাড়ছেই৷ আর এর শিকার যে সাধারণ মানুষ, তাদেরও প্রতিকার পাওয়ার কোন জায়গা নেই৷
এ্যাডভোকেট এলিনা খান বলেন, সাধারণ মানুষকে জিম্মি করে এই রাজনীতির অবসান হওয়া উচিত৷ অবসান হওয়া উচিত সংঘাতময় রাজনীতির৷ রাজনীতি হতে হবে কল্যাণমুখী এবং মানুষের জন্য৷
এই খবরটি পূর্বে এই সাইটে প্রকাশিত।

আলোচিত ব্লগ
ভারত-পাকিস্তান যুদ্ধ বাঁধলে বাংলাদেশের কি করণীয় ?
কাশ্মীর নিয়ে ভারত-পাকিস্তানের মধ্যকার উত্তেজনা বাংলাদেশের নাগরিকদের মধ্যে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশের অধিকাংশ নাগরিক মুসলিম হওয়ায় এবং ভারত বিদ্বেষী(যৌক্তিক কারণ আছে) হওয়ায় এই ঘটনাকে সাম্প্রতিক সময়ে ভারতে মুসলিমদের উপর নির্যাতন থেকে... ...বাকিটুকু পড়ুন
ইউসুফ সরকার
নৈতিকতা এবং নীতিবোধ কখনোই আইনের মুখে পরিবর্তিত হয় না (দুঃখিত, বলা উচিত “হওয়া উচিত নয়”)।
নৈতিকতা ও নীতিবোধ কখনোই সহিংসতা বা আইনী চাপের মুখে বদল হয় না (দুঃখিত, বলা উচিত “হওয়া... ...বাকিটুকু পড়ুন
পাক-ভারত যুদ্ধ হলে তৃতীয় পক্ষ লাভবান হতে পারে
সাবেক ভারত শাসক মোগলরা না থাকলেও আফগানরা তো আছেই। পাক-ভারত যুদ্ধে উভয়পক্ষ ক্লান্ত হলে আফগানরা তাদের বিশ্রামের ব্যবস্থা করতেই পারে।তখন আবার দিল্লির মসনদে তাদেরকে দেখা যেতে পারে। আর... ...বাকিটুকু পড়ুন
একবারে ৫০টি ফ্রি AI টুলের নাম বাংলায় সিরিয়ালসহ !!
আপনার কাজ হবে আগের থেকে ১০ গুণ দ্রুত!
আপনার দৈনন্দিন কাজকে আরও সহজ, স্মার্ট ও গতিশীল করতে নিচে ৫০টি অসাধারণ ফ্রি AI টুলের তালিকা দেওয়া হলো। এই টুলগুলো ব্যবহার করলে আপনি... ...বাকিটুকু পড়ুন
বিদ্যা যদি অন্তরে ধারণ করা না যায় তবে সেটা কোনো কাজে আসে না।
ঘটনাটি যেন দুঃস্বপ্নের চেয়েও নির্মম। ধর্মের পথপ্রদর্শক একজন ইমাম, যার কাজ মানুষকে সহনশীলতা, দয়া ও ন্যায়বিচারের শিক্ষা দেওয়া — তিনি নিজেই স্ত্রীর সামান্য বাকবিতণ্ডায় মত্ত হয়ে উঠলেন হত্যার... ...বাকিটুকু পড়ুন