আটশো কোটি টাকার রিজার্ভ হরিলুটের পর এবার বাংলাদেশ ব্যাংক থেকে ১২ হাজার কোটি টাকার, আই রিপিট - ১২ হাজার কোটি টাকার গরমিল পাওয়া গিয়েছে। সোজা কথায়, নাই হয়ে গিয়েছে। পত্রিকায় দেখলাম সারাবিশ্ব থেকে টাকা পাচারকারীদের যে তালিকা তৈরি হয়েছে যার নাম পানামা পেপার্স সেখানে পঞ্চাশজন বাংলাদেশীও নাকি আছে? আর এই পঞ্চাশজনের মধ্যে নাকি 'বেনজির আহমেদ' নামে একজন বাংলাদেশীর নাম আছে?
আমি কিন্তু রাজনীতি বুঝিনা। তাই সাদাসিধা মনে জানতে চাইছি, এই বেনজির আহমেদ কি আমাদের বর্তমান র্যাব মহাপরিচালক এক্স পুলিশ কমিশনার বেনজির আহমেদ, নাকি অন্য কেউ? যদি সত্যিই উনি হয়ে থাকেন তাহলে উনি এত টাকা পেলেন কোথায়? কি ভয়ঙ্কর তথ্য! আমি এসব একদম বিশ্বাস করিনা। কারণ পুলিশেরা তুলসী পাতা। তাদেরকে ফুল দিতে হয়! তারা এইকাজ করতেই পারেন না।
আবার এই পঞ্চাশজনের মধ্যে নাকি একজনও বিএনপি-জামায়াতের নাই। এটি কোনো কথা হলো? এত চোর, চোরের মা বলে বলে গলা শুকিয়ে গ্লিসারিন গিলছি তাও দেখি চোরদের তালিকায় ওদের নাম নেই। সবগুলো দেশই যুদ্ধাপরাধীদের বিচার বানচাল করতে উঠে পড়ে লেগেছে! একমাত্র আমার ভন্দু ভারতের পদতলেই শান্তি। আহ! আরাম!
Elora Zaman
সর্বশেষ এডিট : ১২ ই মে, ২০১৬ রাত ৮:৫৮