ইদানিং দেশে বাংলা অনলাইন রেডিও উৎপাত বেশ বেড়ে গিয়েছে। বেশিরভাগগুলোতেই গান প্রচার করা হয়। তবে অনলাইন রেডিও শোনার সমস্যা একটাই – রেডিওর সাইটে গিয়ে ওদের প্লেয়ারে গান শুনতে হয়। কেমন হয় যদি সবগুলো রেডিওকে একটা প্লেয়ারের মধ্যে বন্দী করে ফেলা যায়? সাধারন প্লেলিস্টের মত একেকটা রেডিও থাকবে আর খালি মাউসের একটা ক্লিকেই পাল্টে যাবে রেডিও স্টেশন! এই কাজটা খুব সহজেই করা যায় রিদমব্ক্সে। (অন্যান্য প্লেয়ারেও করা যায়, যেহেতু উবুন্টুর সাথে রিদমবক্স ডিফল্ট হিসেবে আসে সেজন্য এখানে এটাকেই ব্যবহার করা হল।)
ওয়েবসাইটের ঠিকানা আর রেডিও স্টেশনের ঠিকানাঃ
একটা অনলাইন রেডিওর ওয়েবসাইটের ইউআরএল আর স্টেশনের (বা ব্রডকাস্ট) ইউআরএল কিন্তু দুটো ভিন্ন জিনিস। রিদমবক্সে রেডিও স্টেশন সেভ করতে হলে স্টেশনের ইউআরএল দরকার। স্টেশনের ইউআরএল সাধারনত যে সাইটে প্লেয়ার দিয়ে গান চলতে থাকে সে সাইটেই পাওয়া যায়। আমি ফায়ারফক্সে অডিও ভিডিও চালানোর জন্য MPlayer প্লাগিন ব্যবহার করি। এই প্লাগিনের আরেকটা সুবিধা হল এই প্লাগিন দিয়ে চালু হওয়া যেকোন ওয়েব প্লেয়ারে মাউস পয়েন্টার রেখে রাইট ক্লিক করলে তার স্টেশনের ইউআরএল পাওয়া সম্ভব। নিচের ছবিটি দেখুনঃ
রেডিও টুডে’র প্লেয়ারে রাইট ক্লিক করে Copy URL দিয়ে যা পাওয়া যাবে সেটাই হল স্টেশনের এড্রেস। খেয়াল করলে দেখবেন রেডিও টুডে’র ওয়েব এড্রেস http://radiotodaybd.fm/ কিন্তু স্টেশনের এড্রেস http://122.248.11.50:8000। এই টিউটোরিয়ালে আমাদের সব সময় এই স্টেশন এড্রেসটাই দরকার হবে।
রিদমবক্সে রেডিও সেটাপঃ
এবার রিদমবক্স ওপেন করুন। নিচের ছবিটি লক্ষ্য করুন।
১ নম্বর ধাপে রেডিও সিলেক্ট করুন। ২ নম্বর ধাপে নতুন রেডিও স্টেশন যোগ করতে আইকনটি ক্লিক করুন। এরপর ৩ নম্বরের মত পপ আপ বক্স ওপেন হবে। তাতে ব্রডকাস্ট এড্রেস বা স্টেশন ইউআরএলটি প্রবেশ করান (ছবিতে রেডিও গুগুনেরটা ব্যবহার করা হয়েছে)। এবার Add বটনে ক্লিক করুন।
এইবার যেই এড্রেসটা দিয়েছেন সেই এড্রেসটা লিস্ট থেকে খুঁজে বের করুন। খুঁজে বের করে তাতে রাইট বাটন ক্লিক করুন। তারপর Properties এ ক্লিক করুন। এবার নিচের ছবির মত টেক্সট ফিল্ডগুলোতে তথ্য দিয়ে দিন। তারপর Close চাপুন। এভাবে একের পর এক রেডিও আপনি যোগ করতে পারেন।
এইভাবে তথ্য দেবার কারন হল যাতে করে রেডিও স্টেশনগুলোকে আলাদা করা যায়। নাহলে সবগুলো ডিফল্টভাবে তাদের এড্রেসকেই নাম হিসেবে শো করবে।
- আদনান কাইয়ুম
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১০ রাত ৩:০৯