নারী তুমি এত সীমাবদ্ধতার মাঝে কি করে পাও সুখ?
ভাবতেই কষ্ট হয়, সহানুভুতির জন্ম হয়
বেদনায় সাঁতার কাটি অবচেতন মনে।
মুক্ত স্বাধীন চলো যদি
সবাই বলে তখন তুমি চরিত্রহীনা
আনন্দ নিয়ে মেতে থাকো যখন
তখন আঙ্গুল তুলে বলে তুমি নির্মম। ।
কাজে যদি করো ভুল বলে তখন সংসারী না
কিছুই পারোনা অলক্ষী একটা তুমি
সবার সাথেই হাসি গল্প করো যদি তবে তুমি নির্লজ্জ। ।
কোথায় যাবে তুমি?
ভালবাসার বন্ধনে ফাটল হয় যদি
নারী তখন তুমি অপদার্থ
আরেক পুরুষকে কখনও যদি ভাললেগে থাকে
তখন তুমি বেশ্যা তুমি বেহায়া। ।
আকাশসম কলংক সব তোমারই
তবে -----+++++
মনে রেখো তুমি মানুষ, স্বতন্ত্র একজন মানুষ
জীবন তোমার মনও তোমার পৃথিবীও তোমার।।