ব্যাকুল পিয়াসায় আকাশ ছুঁয়েছে মাটি
চুমেছে ঐ নীল দিগন্ত অনন্তপ্রসারী
ক্ষীণতোয়া নদী বনানীর বুক চিরে
চলেছে সুদূরের ডাকে অজানা পথে
গুল্ম-লতা দু'ধারে রয়েছে নুয়ে।
প্রবারণা পূর্ণিমা রাত
বাতাশে শিশিরের ঘ্রাণ
জল ছুঁয়ে জেগে থাকা
সবুজ ঘাসের বুকে
মুখোমুখি দুজন।
তুমি তখন স্বপ্নচারী কবি
আমি বিমুগ্ধ কবিপ্রিয়া
মনের মুকুরে শ্রান্তিহীন লুকোচুরি
জ্যোৎস্নায় ভেজা অমিয় সুখের ধারা।
কবিতার কোলে মাথা রেখে নিবিড় ঘাসে শুয়ে
উদাস আকাশ দেখে কবি মুগ্ধ চোখে চেয়ে।
জলের ঘ্রাণে মোহনীয় আবেশ
কবিতায় নিমগ্ন কবিমন
আর বিহবল কবিপ্রিয়া;
আর কেউ নেই
চারপাশে
কিছু নেই
কোথাও;
শুধু দুজনে।
কবির তেলহীন চুলে পরশ বুলায়
কবিতার পেলব হাত
চুলের ফাঁকে ফাঁকে জ্যোৎস্না আলো
জোনাক জ্বলা রাত।
দূর থেকে ভেসে আসে মাধবীর ঘ্রাণ
হৃদয়ের কাছে গোপন বাঁশীর সুর
চঞ্চল বাতাসে জলের শিহরণ
ব্যাকুল বকুলের গন্ধ-মাদল
তৃষ্ণার্ত কবি বিমোহিত হিয়া
পূর্ণিমা চোখে চেয়ে
বিমুগ্ধ কবিপ্রিয়া
কাব্যগ্রন্থঃ অভিলাষী পায়রা মন/২০১৫
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০১৫ বিকাল ৪:৫৭