ভরা বরষার জলোচ্ছ্বাস কবিতার বুকে আজ
হৃদয় বিমোহন এই সুখক্ষণ কেবলই রত্নসাজ ।
আজ সারাদিন অঝর বুনো বৃষ্টি
মনের দুয়ারে দাঁড়িয়ে অনাসৃষ্টি
তবু দূরে বিষন্ন দৃষ্টি;
তুমি আসবে।
শুষ্ক হৃদয়ে তাই শ্রাবণ-আকাশ নিয়েছে ঠাঁই
অবিরাম জলের পতন নিশিগন্ধা বাতাসে বয়।
নৌকা ভাসিয়ে ছুটেছে স্রোতস্বতী
মৃদুমন্দ আবেশে প্রণয়ী বেগবতী
নাচে ঝরণা কান্তিমতী;
তুমি আসবে।
বৃষ্টিরা তো জানে আর জানে পোড়ামন
তোমার তরে প্রতিক্ষার বিষময় দহন।
দু'চোখে কেবলই শ্রাবণ
অস্ফুট অব্যক্ত ক্ষণ
বেদনার অনুরণ;
তুমি আসবে।
স্মিতমুখী শরৎ আসে শিউলি সুবাসে
মুঞ্জরিত হয় স্বপ্ন-কলি মধুকর হাসে।
ব্যাকুল মদিরাক্ষী মেঘবতী হয়
বিভোল বিহাগে বিজনে
বিহঙ্গী ডানামেলে;
তুমি আসবে।
হিমকিরণ ছুঁয়ে যায় বর্ষণ বিধৌত ভূমি
ময়ূরকণ্ঠী রাতে নিবিড় মুগ্ধতায় চুমি।
ব্রতধারীর প্রহর কাটে
অন্তর্চক্ষু মেলে থাকে
সুদূর পথ পানে;
তুমি আসবে।