-“আচ্ছা তাহলে ওই কথাই থাকল। আমি মেইলটা ফরোয়ার্ড করে দিলাম, ঠিক হ্যায় বস??”- আমার এক্স কলিগ।
-“ইলেক্ট্রিসিটি নেহি থা! কেয়া হুয়া লাস্ট এপিসোড মে? কোই আপডেট দো প্লিজ!”- আমার এক বান্ধবী ফেইসবুকে এক ইন্ডিয়ান সিরিয়ালের ফ্যানপেইজে।
-“দিল কি বাতে আব সামাঝ লে, আজা মাহি ভে আজা নাচলে”- আমাদের প্রিয় মিলার প্রথম এলবামের প্রথম গান ছেড়া পালের প্রথম লাইন!
-“মেরা নাম সুহাইল হে। ম্যায় বায়িং হাউজ মে কাম কারতা হু”- শাহরুখ খানের কনসার্টে এক জোকার।
-ফেইসবুকের প্রোফাইলে “বাংলা, ইংলিশ এবং হিন্দী জানেন” এইটা আমার ৮০% ফ্রেন্ড স্বদর্পে বলে বেড়ায় এবং মাঝে মাঝে হিন্দী গানের লাইন স্ট্যাটাসে দেওয়া তো একটা ফ্যাশন!
মেজাজটা মাঝে মাঝে খুব খারাপ হয়। আমার এক ইন্ডিয়ান ফ্রেন্ডকে একদিন বলেছিলাম যে আমি হিন্দী বুঝি না! সে খুব অবাক হয়ে জিজ্ঞেস করেছিল “কিন্তু আমি তো জানি হিন্দী বাংলাদেশের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ!”
দেশ দেশ করে গলা ফাটায়ে চিৎকার করলেই কেউ দেশপ্রেমী হয়ে যায় না। এই ব্লগে যে মানুষগুলা এত দেশ দেশ করে চিল্লায়, বাসায় কি তারা স্টার প্লাস দেখে না? এমপিথ্রী প্লেয়ারে হিন্দী গান রাখে না?হিপোক্রেসি কার সাথে করি আমরা!নিজের সাথে? পরগাছার মত ইন্ডিয়ান কালচার আকড়ে ধরা যে কোনদিন আমরা বাদ দিতে পারব সেটা উপরওয়ালাই বলতে পারবে।