পরিমলের সবচেয়ে বড় পরিচয় সে একজন ধর্ষক। একজন অপরাধী।প্রতিটি ধর্মেই ভাল খারাপ মিলিয়ে সব রকমের মানুষ আছে। তবু কিছু মানুষের কেবল অজুহাত দরকার। ভিকারুন্নেসায় ঘটে যাওয়া প্রকৃত ঘটনার পেইজে এক মহাজ্ঞানী পন্ডিত Dimitri Asimov Cbh লিখেছেন যে এই উপমহাদেশে যুগে যুগে মুসলিম রা হিন্দুদের দ্বারা নির্যাতিত হয়ছে একসময় নাকি দাড়ি রাখার জন্য তাদের ট্যাক্স দিতে হত হিন্দুদের।আজ আমরা রাজাকারদের ঘৃণা করি কিন্তু তাদের পূর্ব পুরূষেরা নাকি হিন্দুদের দ্বারা নির্যাতিত হয়েছিল বিধায় তারা ৭১ এ এ আচরণ করছিল!আমরা একাত্তুরে আমাদের ভাইদের বিপক্ষে লড়েছি আর এখন যুগ বদলেছে আমরা হিন্দুদের বিপক্ষে লড়ব!!!
কি সুন্দর যুক্তি দিয়ে এই ছোকড়া রাজাকারদের পক্ষে সাফাই গেয়ে গেল গ্রুপে ছাত্রীদের মানববন্ধনের এলবামের নিচে। আরেক পন্ডিত Muhammad Abdullah বলল যে হিন্দুরা কখনো দেশকে ভালবাসতে পারবেনা কারণ তাদের মন পড়ে থাকে ইন্ডিয়াতে!! হাসব না কাদব বুঝতে পারছি না। আমাদের দেশে প্রতিদিনই কোথাও না কোথাও রেইপ হচ্ছে। পরিসংখানই বলে দিবে কোন কোন ধর্মের মানুষের নাম রয়েছে সে তালিকায়। একজন রেপিস্ট ধর্ম বর্ণ নির্বিশেষে একজন রেপিস্টই। আমার যদি হিন্দু ফ্যামিলিতে জন্ম হত তবে আমিও হিন্দু হতাম, খৃষ্টান ফ্যামিলিতে জন্ম হলে হতাম খৃষ্টান। কিন্তু আমি একজন ভাল মানুষ হব কিনা, সেটা আমার নিজের কাছে। আজ পরিমল হিন্দু না হয়ে মুসলিম হলে কি আমরা তার সাফাই গাইতাম? কক্ষনো না! একজন ধর্ষক যে ধর্মের লোকই হোক না কেন, সে তার ধর্ম সঠিকভাবে পালন করছে না। কোন ধর্মই বলে না খুন করতে, ধর্ষন করতে। একজন ধর্ষকের কি কোন ধর্ম থাকতে পারে?? আসুন আমরা এ ঘটনাকে কেন্দ্র করে সাম্প্রদায়িকতার বীজ না বুনি।