তোমরা কণ্ঠ চেপে ধরেছ ক্ষতি নাই
নিজস্বতা নাই, দিচ্ছ সামষ্টিকতার দোহাই
মনের ব্যথার তীব্রতা কমে গেলে ছাই
সৃষ্টিশীলতা থেমে যায় পুরোটাই !
ব্যাক্তিগত কষ্ট অন্যায় মনে হয়
বেদনার ডালপালা নিয়ে বসবো ভাবি
তখনো জোর প্রতিবাদ হাসতে হবে
সুখি সুখি ভাব ধরে মাতাও পৃথিবী !
নিজস্ব আকাশে মেঘের মতো কালো ব্যথা
এসব ছাড়া কবিতা গান হয় কি মনের কথা
দুঃখের মতো পাহাড় যদি মনে না থাকে
কি করে তুলির পরশ শুদ্ধ ছবি আঁকে !
কেন থামিয়ে দিতে এমন করে চাও
একটু নিজ বলয়ে নিজের মতো থাকতে দাও
শিল্পীসত্ত্বা নাচছে নতুন ফুল হাওয়াতে,
জন্ম থাকে লুকিয়ে জেনো বেদনা বাতিতে !
তোমরা জ্বালতে দাও বেদনা প্রদীপ মনে
বেধো না কিছুতে জাগতিক মায়া বাণে
নিজের মতো নিজেরে প্রকাশ দাও করিতে
বেদনারা অমর হবে শৈল্পিক সৃষ্টি তে !
জুলাই-১৪,২০১৩