একটা গল্প বলার ইচ্ছে ছিল
কিন্তু নিজের ভেতর শব্দের যোগান নাই
ভাষার সামঞ্জস্য নাই, উদ্দ্যেশ বিধেয় নেই
নেই অভিজ্ঞতার চুলচেরা কঠিন দিনযাপনের ক্ষয় সংবাদ
একটা গল্প বলার ছিলো, আজ তা কেবলই অপবাদ !
চরিত্র চিত্রণ হলো,একে একে দৃশ্য সাদৃশ্য এলো
কিছু সময় ভিন্নতায় খেয়ে গেলো
কিছু প্রেক্ষাপট অযথা এলোমেলো
কিছু নাব্যতা মরু হয়ে সমুদ্র পেলো
একটা গল্প হবার প্রাক্কালে অল্প কমতি ছিলো
গল্পটি স্বল্পতায় ক্ষীণ হতে হতে অর্থহীন প্যাচালে নাম লিখালো !
কথক বলছিলো, শ্রোতারা শুনছিলো,
গল্পের আদিতে ভরপুর প্রেমও ছিল,
আশা ছিল,ছিল প্রত্যাশা, হতাশা তখনো তফাতে ছিল,
বলার ভঙ্গিতে সহজিয়া সুর ছিলো,ফুরফুরে গতি ছিল,
চাওয়া ছিল পাওয়া ছিল, পথে ছিল কথার ধুলো,
হঠাৎ...
চমকে তাকায় শ্রোতা, নিজের গল্প সে নিজেই বলছিলো !!
জুলাই-০৭,২০১৩