সেই কবে থেকে পাতারা ঝরছে
বাতাসে বাতাসে উড়ে উড়ে ঝরার কি আর কিছু নেই
যে ঝরে মাটিতে পড়বে এভাবে ?
ঝরে এসে মাটিকে ঢাকবে
মাটিতে পচবে
ঝড়ের ঝরা পাতার শেষ হয়নি তো
বৃক্ষের পাতার আবেশ
.....
সেই কবে থেকে
বৃষ্টি ঝরছে
যেন ঝরার আর কিছু নেই
মাটিকে ভেজাবে বলে
ধুয়ে নিয়ে যাবে বলে ...
জলের জলজ ছোঁয়ায় একসময় আবারো
জেগে উঠবে তারা ফসলের মাঠ হয়ে
ঝরে ঝরে সেই থেকে বৃষ্টিরা হয়নি তো শেষ
বর্ষার সারা বেলা মেঘের আবেগ
..............
সেই কবে থেকে ছায়ারা ঢাকছে
ঢাকার আর কিছু নেই
যে এভাবে মাটিকে ঢাকবে ?
চলমান থেকে থেকে
ধাবমান মেঘে দের নীচে
রোদেরা ছায়ার সাথে করে আলাপন
ফসলের সারাটা মাঠে
নদীর রূপালি ঢেউয়েরা দূরে বহু দূরে
ঢেকে ঢেকে ছায়াতে আরো দূরে চলে গেছে
চলে যাওয়া সেই পথ ধরে তারা আর ফিরে আসেনি তো
......
সেই কবে থেকে শিশির ঝরছে
সকালের প্রথম রোদ্দুরের পর
কেবলই ঝলমল টলটলে
রোদেলা ফোঁটার আবডালে
তারা কেবলই ঝরে পড়ছে
ঘাসে ঢাকা মাটি আড়ালে
ছায়া ঢাকা সবুজ যেখানে ..........
১০/০৫/১২
কবিতা পত্র "দিকচিহ্ন" এর বর্ষা সংখ্যায় প্রকাশিত