যারা বাংলা ভাষায় প্রাঞ্জল ও শুদ্ধ ভাবে লিখে থাকেন, তাঁদের কাছে জানতে চাই। এই লেখাটির সূত্রপাত সিনেমা শিল্পের কিছু শব্দ নিয়ে নিজের মনে ঘটে চলা দ্বন্দকে সবার সামনে নিয়ে আসা ও এই আলোচনা থেকে নতুন কিছু শেখা। খুব বেশি ভূমিকায় না গিয়ে যদি বলি, বাংলা ভাষায় বিদেশী শব্দের প্রচলিত রূপ কিভাবে শুরু হয়েছিল, সেটা বিশেষতঃ জানতে চাই। আরও সহজভাবে বলতে গেলে, যদি কোনও লেখক যে কোনো বিদেশী শব্দকে উচ্চারণ ঠিক রেখে যদি লিখতে চায়, আর এই ক্ষেত্রে যদি বাংলা ভাষায় প্রচলিত কোনো শব্দ থেকে থাকে, তাহলে সেটা ঠিক কিভাবে মূল্যায়ন করা যেতে পারে? যেমন, লিপ্যন্তর, প্রতিলিপিকরণ বা প্রতিবর্ণীকরণ, কোনটি সঠিক বলে ধরে নেয়া যায়? যারা ভাষাজ্ঞানে দক্ষ তাঁরা হয়তো এখানে তাদের মতামত দিয়ে সবার জন্য বিষয়টিকে আরও পরিষ্কার করে উপস্থাপন করতে পারবেন। যারা নিচের শব্দগুলোর সাথে পরিচিত নন, এবং সিনেমা নির্মাণে উৎসাহী, তাঁরা বিষয়গুলোর সাথে পরিচিত হতে পারেন। আজকে নিচের চারটি শব্দ তুলে ধরতে চাই:
১. Auteur উচ্চারণ [ফরাসি: উতার, ইংরেজি: অটার, বাংলা: অঁতর]
প্রশ্ন: যদি বাংলায় উতার লিখি, তাহলে সেটা কি সঠিক? যদি না হয়, কেন? কেন বাংলায় চন্দ্রবিন্দু দিয়ে (অঁ) শুরু হবে?
২. Montage উচ্চারণ [ফরাসি: মোন্তাজ, ইংরেজি: মন্টাজ, বাংলা: মন্তাজ]
প্রশ্ন: যদি বাংলায় 'মোন্তাজ' লিখা হয়, সেটা কি বাংলায় প্রচলিত 'মন্তাজ' এর সাথে সাংঘর্ষিক?
৩. Noir উচ্চারণ [ ফরাসি: নোয়াহ্, ইংরেজি: নোয়ার, বাংলা: নোয়া] এখানে উল্লেখ্য, নোয়া একটি বাংলা শব্দও বটে, যার অর্থ ১. /বিশেষ্য পদ/ লৌহ; লোহার চুড়ি এয়োস্ত্রীর লক্ষণ। ২. /ক্রিয়া পদ/ অবনত হওয়া; ঝুঁকে পড়া।
প্রশ্ন: বাংলায় নোয়াহ্ লিখলে কি ধরণের ব্যাকরণগত বা ভাষাগত ভুল হবে?
৪. Avant Garde উচ্চারণ [ফরাসি: আভঁ গার্দহ্, ইংরেজি: আভং গার্ড, বাংলা: আভা গার্দ]
প্রশ্ন: আভঁ গার্দহ্ লিখলে বাংলায় বেশি প্রচলিত 'আভা গার্দ' এর কি কোনো ভাষাগত বিচ্যুতি হয়?
আমি রেফারেন্স হিসাবে, স্ব-স্ব ভাষার মাতৃ ভাষাভাষীদের উদাহরণকে নিয়েছি। এছাড়াও, আমি বাংলা একাডেমি'র এবং পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি'র যেকোন তথ্যসূত্রকে প্রাধান্য দিতে চাই। ভাষা নিয়ে যারা দক্ষ, তাদের মতামতই আমার কাছে বেশি গ্রহণযোগ্য বলে মনে হয়। এছাড়াও, ব্যক্তিগতভাবে, আমি ভাষার বিকাশে বিদেশী শব্দের যেকোন শব্দের ব্যবহারে মূল ভাষার অবিকৃত উচ্চারণকে বেশি প্রাধান্য দিতে চাই। আমি মনে করি, এই আধুনিক যুগে এসে মূল ভাষার উচ্চারণের ব্যবহার আমাদের ভাষাকে আরও বেশি গ্রহণযোগ্য করে তুলবে, উল্লেখ্য, যদি কারো উচ্চারণগত সমস্যা না থেকে থাকে, তাহলে মূল ভাষার উচ্চারনে লিখলে বাধা কোথায়?
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২০ দুপুর ১:৩৯