বৃষ্টি যেমন নিজের কির্তী রেখে যায়, ঝড় কি তার থেকে কোনও অংশে কম? বিশাল বিশাল গাছগুলোকে নিয়ে বিপাকে পড়া সিটি কর্পোরেশনের চিন্তাবাড়িয়ে দেয় নিমিষেই, এক কথায় উপড়ে ফেলে। আচ্ছা, আমাদেরও কি এমনটা হয়না? জীবনে চলতে ফিরতে কত সময়ইতো মনে হয়, এত বড় বিপদতো কোনওদিনও দেখিনি। কিভাবে রক্ষা পাব এই বিপদ থেকে? এবং মহামনীষী মারফি’র সুত্রানুযায়ী এই নতুন ঝড়ই জীবনের সবচাইতে বড় ঝড়। কিন্তু, কিভাবে কিভাবে যেন বের হয়ে আসি, ঝড়কে বুড়ো আঙ্গুল দেখিয়ে। তখন মনে হয়, এইতো, বুঝে গিয়েছি, কিভাবে ঝড়কে বুড়ো আঙ্গুল দেখাতে হয়। ঝড় আবার আসে। আবার সব এলোমেলো করে দেয়। আবার গুছাই, আরও একবার শিখি এবং নতুন অভিজ্ঞতা হয়।

এখন আস্তে আস্তে ঝড়কে ভালবাসতে শিখেছি। বুঝতে চেষ্টা করছি প্রতিনিয়ত, কিভাবে ঝড়ের মোকাবিলা করতে হয়, কেন দুঃসময়ের জন্য শুকনো খাবার রেখে দিতে হয়, ঝড়ের বিপদ সংকেত কোথা থেকে জানতে হয় এবং কিভাবে তা বুঝে আগে ভাগে প্রস্তুত হতে হয়। আসলে ঝড় থাকবেই, ঝড় তার শক্তি দেখাবেই। কারন, ঝড়ের অপার শক্তি। অপার। তাই মেনে নিয়েছি ঝড়কে। অপেক্ষায় থাকি নতুন নতুন ঝড়ের। প্রতিদিন প্রস্তুত হই নতুন নতুন ঝড়ের মুখ দেখব বলে। নতুন শিক্ষা নিব বলে। আহ্, ভালবাসি আমি, ঝড়কে। অনেক।
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১১ দুপুর ১:০৪