'মা'-এ জগতে অনন্য একটা নাম, যার কোন তুলনা হয় না।
মায়ের চেয়ে আপন ও এ জগতে আর কেউ হতে পারে না...সমায়িক হয়ত বিয়ের পরে তারুন্যের আবেগে আতি বউ প্রেম কাউকে সেটা ভুলিয়ে দিলে ও পরিশেষে 'মা' ই আপন হয় মাঝখানে কিছু সময় আবেগের কাছে হারিয়ে যায় বটে। আজকে আমি সেই মায়ের কথা বলতে চাই না বলতে চাই মায়ের ছেলের কথা...।
আমার কোন এক সময়ের বন্ধু ছিল সে, অনেক দিন যোগাযোগ হয়নি কারন কোথায় ছিল জানা ছিল না, তবে খুব ভাল ছেলে ছিল জানতাম। হঠাৎ দেখা, কোন এক জায়গায়, আবার ফিরে পাওয়া সেই পুরানো বন্ধুকে...যোগাযোগ হল বেশ কিছু দিন...ভালই কাঁটতেছিল দিনকাল..মাঝে মাঝে দেখা হত কারন একই শহরে ছিলাম দুজনই।
হঠাৎ আবারও বন্ধু চাকরীর খাতিরে বদলি হয়ে চলে গেল ভিন্ন শহরে তবে তার নিজের শহর বলা চলে। শুনে খুশি হলাম, ঐ শহরে গেল হয়ত বন্ধুর বাসায় জাওয়া যাবে..কারন শহরের নাম কক্সবাজার

একদিন হঠাৎ ফোন দিয়ে বলল বন্ধুর মায়ের খুব অসুখ, অপারেশন লাগবে...অনেক টাকার দরকার..কিছু টাকা ধার চাইল বন্ধু..ভাবলাম..'মা'..মায়ের জন্য কিছু করতে পারা সৌভাগ্যের..ধারই তো..দিলাম যা চাইল তা..আল্লাহ সহায়..'মা' সুস্হ হল..অনেক দিন হয়ে গেল..ভালই চলতেছিল দিনকাল।
একদিন ফোন দিলাম..দোস্ত...বুঝতে বাকী রইল না বন্ধুর...বলল ঠিক আছে আগামি মাসে দিয়ে দিব..আচ্ছা ঠিক আছে..দু'মাস পার হল..আবার ফোন দিলাম..হুম এইবার একাউন্ট নাম্বার চাইল..বলল কোন এক সোমবার (পরের সপ্তাহের) পাঠিয়ে দিব..................................
কত সোমবার-মাস গেল আর খবর নেই...২-৩-৪-৬ মাস চলে যেতে লাগল...নিজের কছে ও সংকোচ লাগে আবার সেই টাকা চাইতে..আমার সেই টাকা অবশ্য তেমন ধরকার নেই..আল্লাহ অনেক দিয়েছে..শুকরিয়া মাবুদের...তবে দুঃখ লাগে.. কেন এমন করল বন্ধু..শুধু বললেই হইত..দোস্ত...টাকা দিতে দেরী হবে ..আমার কোন আপত্তি ছিল না..বলতে না পারুক..এসএমএস কিংবা মেইল করতে পারে এই ডিজিটা যুগে!!!
জানি না আমার কোন ভুল নাকি অন্য কিছু..তবে আমার এখনও যোগাযোগ করতে মন চায় বন্ধুর সাথে..কিন্তু ভয় হয় যদি ফোন দেই..যোগাযোগ করি...আবার ভাববে কিনা সেই টাকা খুজতেছি...কিছু করতে পারতেছি না...মন খারাপ হয় বন্ধুর কথা মনে পড়লে..