..
..
..
আমার একটা ভুল ক্লিকে এই পুষ্টখান মুছে গিয়েছিল..যারা কমেন্টাইছিলেন উনাদের কাছে ক্ষমা চাইয়া নিচ্ছি...আবারও কপি পেষ্ট করলাম...
নিজের অভিগ্গতা থেকে কইতাছি ভাই, এই দেশে চিকিৎসার কোন জবাবদিহিতা নেই বললেই চলে..বিশেষ করে বাচ্চাদের ব্যাপারে এইটা একটু সিরিরাস হওয়া ভাল...অথচ কারো কোন নজর নেই এই দিকে..যে যেমনি পারে তেমনি ডাক্তারিটাকেও একটা ব্যাবসা বানিয়ে ফেলেছে..
আমার বাচ্চা এখন যার বয়স ২বছার ৫ মাস..তাকে নিয়ে আমি কি এক বিপদে যে পড়েছিলাম বলা বাহুল্য। পরে আল্লাহর মেহেরবানী..আমি ভাল চিকিৎসা পেয়েছি..
বাচ্চার সমস্যা ছিল, তার অসূখ লেগেই থাকত যখন ১৩মাস তার বয়স, দেখতে সে ছিল ৪-৫মাসের বাচ্চার মত। প্রতি সপ্তাহে তার জ্বর হতই!!!!!!
ডা: রাজ (ইউনাইটেড) কে অনেক দেখিয়েছি..উনি একের পর এক রিসার্স করেছেন আমার বাচ্চাটাকে ভাল করার জন্য..ঔষধ দিয়ে ২-৩দিন করে রিসার্স করেছেন..পরে আমি হারালাম ধৈর্য!!! কি আর করুম ভাই..সব নিজে শহ্য করতে পারি তবে বাচ্চার বেলায় না.....
এরপর গেলাম মিরপুরে ডা: সাইখ এর কাছে..উনি ও পারল না কিছু..এর পরে উত্তরা এ ডা: সারমিন এর কাছে গেলাম..উনি আমাদের হাইকোর্ট দেখাইল রিতিমত!! রাজের একই ঔষধ অন্য ব্রান্ডের দিলেন আর ভাবলেন আমার ভুদাই..কিছুই জানি না..এইসব কিভাবে ডা: হয় সেটাই আমার মাথায় আসে না!!!
তারপর গেলাম মুহাম্মদপুর ডা: সালেহ আহমেদ এর কাছে..ওনি আমাকে বলল শক্তির ঔষধ খাওয়াতে..ওনার যুক্তি ও ছিল বটে...উনি বললেন এর ফলে বাচ্চার শরীরের ক্ষয় যা হয় অসুখের কারনে..ঐটা সে দ্রুত পেয়ে যাবে ঐ ঔষুধ থেকে..তবে হা উনি ৬-৭ হাজার টাকা চাইলনে একটা বোর্ড করে সিদ্ধন্ত নেবার জন্য..কি আর করা...
একদিন ডিএমসি গিয়ে হটাত পাইলাম ডা: আবিদ (Head of paediatric Dept) এর নাম..ভাবলাম দেখিয়ে দেখি...অনেক খুজ নিয়ে গেলাম উনার ঐখানে..সিরিয়াল ছিল ৪০ এরদিকে..এত রোগী দেখে মনে হল ভাল ডাক্তার!! উনি আমাকে চিকিৎসা দিলেন ৩টা:
১। একটা ঘুমের ঔষধ..মাত্র ৩বার প্রতি দুই দিন পর পর
২। ফর্মুলা (ল্যাকটুজেন) বন্ধ
৩। বাচ্চাকে একটু প্রকৃতিক পরিবেশে ঘুরানো..মার্কেটে না আবার!!
কি আর করা..ওয়াণ্ডার ল্যান্ডে, সাভার, বারিধার পার্ক, জিয়া উদ্ব্যান, রমনা পার্ক এবং আর ও অনেক জায়গায় ঘুরাইলাম এবং প্রথম ২ সপ্তাহে ফল..আর জ্বর আসল না তবে ঘুমায় আর ঘুমায়..ভয়ে পেয়ে গেলাম বটে, তাই এক বন্ধুর পরামর্শে আবার ডা: মহসিন (গুলসান) এর কাছে গেলাম আর উনিও দেখি একই চিকিৎসা দিলেন বাচ্চাকে আর আমার ও চিকিৎসা করলেন..এত ডা: বদলানোর জন্য


..আসলে একটু অধর্য্য হয়ে গিয়েছিলাম বটে!!! ডা: এর বকা খেয়ে চলে আসলাম!!!
এখন মাসে আল্লাহ আমার বাচ্ছা ভালই আছে..
আহারে....ঘুমের সমস্য..ঘুম হলেই ভাল হয়ে যাবে...অবাক হই এই সামান্য জিনিসটা এত বড় বড় ডিগ্রিধারী ডা: সাহবরা বুজলেন না!!!