হুমায়ুন আজাদ সব বই কপি করে লিখেছেন, তাকে আপনারা হিরো বানিয়েছেন। --ডঃ সলিমুল্লাহ
ডঃ সলিমুল্লাহ স্যার একজন অধ্যাপক কিন্তু তার বক্তব্য শুনে মনে হয়েছে তিনি খুব ঈর্ষাকাতর অথবা নিচু মন মানসিকতার একজন মানুষ। অমর্ত্য সেন থেকে শুরু করে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম কে নিয়েও তিনি নেগেটিভলি সমালোচনা করছেন।
কিছুদিন আগে বললেন অমর্ত্য সেন নোবেল পুরস্কার পান নাই (এটা সবাই জানে ডক্টর নোবেল বেঁচে থাকতে অর্থনীতিতে নোবেল পুরস্কার ঘোষণা করে যান নাই কিন্তু পরে নোবেল একাডেমি থেকে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেয়া হয় যেখানে নোবেলের ছবি যুক্ত থাকে এবং বিশ্বে এটাই অর্থনীতির নোবেল পুরষ্কার হিসেবে ধরা হয়, এটা ক্লাস টেনের বাচ্চাও জানে কিন্তু তিনি এটা নিয়ে দৃষ্টিকটু ভাবে তর্ক করেছেন।
সত্যি বলতে তার হুমায়ুন আজাদ স্যারের নখের সমান যোগ্যতাও নাই। তার কাজ আহমদ ছফাকে তুলে ধরা এবং রাশিয়ার লেলিনবাদ নিয়ে একটু জ্ঞানগর্ভ আলোচনা করা। এছাড়া তার কাছ থেকে ভালো কোন কিছু আমি পাইনি। হুমায়ুন আজাদ স্যার একজন কবি, প্রাবন্ধিক, সমালোচক, রাজনৈতিক ভাষ্যকার, উপন্যাসিক,গল্পকার,ভাষাবিজ্ঞানী,বিজ্ঞানমনষ্ক সাহিত্য অধ্যাপক। হুমায়ুন আজাদ লেখা চুরি করেছেন কোনো প্রমাণ উনি দিতে পারবেন না তবে উনি প্রভাবিত ছিলেন।অনেক সাহিত্যিক রাই অন্যদের ফলো করে থাকেন।সেক্সপিয়ার হেমলেট রচনা করেছিলেন মার্লোর স্প্যানিশ ট্র্যাজিডির অনুকরনে। মধুসূদন মেঘনাদবদ রামায়ণের আদলেই লিখা। হুমায়ুন আজাদ স্যারের ধর্মীয় কিছু বিতর্কিত লেখা ছাড়া তার মতো শক্তিশালী লেখক বাংলাদেশে কমই আছে।
ডঃ সলিমুল্লাহ স্যার সুকৌশলে এগুলো করেন যাতে তিনি আলোচনায় থাকতে পারেন এবং ধর্মান্ধ গোষ্ঠীর একটা সাপোর্ট পেতে পারেন।
সর্বশেষ এডিট : ২৬ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৮