খেলা শেষে পতাকা গায়ে জড়িয়ে স্টেডিয়াম ত্যাগ করছিলাম। নামতে নামতে কমপক্ষে ২০ জন ইন্ডিয়ান দর্শকের সাথে হ্যান্ডশেক / জড়িয়ে হাগ করতে হয়েছে। ওরাই এগিয়ে এসে হাত বাড়িয়েছে, হাগ করেছে। সবাই সান্তনার কথা শুনিয়েছে--
"তোমরা ভালো ফাইট দিয়েছ শুধু দিনটা তোমাদের ছিল না, ভালো খেলেছো , তোমরা আসলেই ট্রফি ডিজার্ভ করো ..... ইত্যাদি ইত্যাদি " আমিও অভিন্দন দিয়ে চলে আসছিলাম।
এক বৃদ্ধ ভারতীয় দম্পতি আমার পিঠে জড়ানো পতাকায় আলতো করে হাত বুলিয়ে সান্তনা দিচ্ছিলেন। ---আমরা ভালো খেলেছি , অভিন্দন ইন্ডিয়া বলে বিদায় নিয়েছি !
মাঠে জয়ের জন্য লড়াই হলেও নিজেদের মধ্যে ভালবাসা, শ্রদ্ধায় যেন এক হয়ে যায় সবাই ! এটাই দর্শকদের আসল সৌন্দর্য !! ক্রিকেট গৌরবে এগিয়ে থাকুক আমাদের বাংলাদেশ !!
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১৮ বিকাল ৪:৩০