আমার প্রিয় নায়কের নাম বলতে বললে যে নাম গুলো আসবে তাদের মধ্যে বাংলাদেশী কেউ নেই, মানে জীবিতদের মধ্যে। আমি বাংলাদেশের সিনেমা নাটক বেশি দেখি না। আগে তাও নাটক দেখা হত, এখন এতো বেশি আলতু-ফালতু নাটক বানানো হয়, এদের ভিড়ে অনেক ভালো নাটকও দেখতেই ভয় লাগে, শেষে না দেখার পর আফসোস করতে হয়, কেন আমি আমার জীবনের কিছু সময় অপচয় করলাম। প্রিয় সিনেমা হিরোদের বেশিরভাগই ভারতীয়। আমির খান, মহেশ বাবু, রনবীর কাপুরসহ আরও অনেকে। আমার প্রিয় নায়িকারাও বেশিরভাগ ভারতীয়। আমার প্রিয় কণ্ঠশিল্পী হিন্দি-বাংলা গানের বেশিরভাগই ভারতীয়। এদের মধ্যে মোনালি ঠাকুর তো আবার আমার ক্রাশ! লোকগীতি শোনা হয়, আধুনিক বাংলা গান শুনি না বললেই চলে। আমি অনেক শখ করে অামার মোবাইলে একটি ওয়েলকাম টিউন লাগিয়েছি, ওস্তাদ রশিদ খানের 'আওগে যাব তুম সাজনা.....''। আমি কমিডি অনেক পছন্দ করি। আমার প্রিয় কমিডিয়ান কাপিল শর্মা। আমার অলটাইম প্রিয় ক্রিকেটার শচিন টেন্ডুলকার। আমার অলটাইম সেরা সিমেনার মধ্যে অন্যতম কয়েকটি সিনেমা, ’থ্রি ইডিয়টস’, ’রাঙ দে বাসন্তি’, ’লাগান’। আমি মোটাতাজা বই পড়া শুরু করেছি স্কুল লাইফ থেকে, আমার প্রিয় লেখক সমরেশ মজুমদার। বই পড়ে যার প্রেমে পড়েছিলাম, কালবেলার মাধুবীলতা, সাতকাহনের দীপাবলির। আমি এখন পর্যন্ত হুমায়ন আহমেদের বই পড়িনি। আমি এয়ারটেল ব্যবহার করি। সেটাও ভারতের কোম্পানি।
আমি মাঝে মাঝে (পড়ুন প্রতিদিন) পর্ন ভিডিও দেখি। সেটাও দেখার জন্য ইন্ডিয়ান লিখে সার্চ মারি। আমার প্রিয় পর্ন স্টার, তিনিও ইন্ডিয়ান। নাম টা আর নাই বা বলি।
ক্রিকেট খেলার কারণে হঠাৎ করেই আমি ভারত বিরোধী হয়ে গেলাম। সেটা শুধু ক্রিকেট খেলায়। বাকি জায়গাগুলোতে ভারত প্রেমটা ছাড়তে পারছি না। গত কিছুদিন থেকে অরিজিৎ সিং এর 'ছোচনা সাকে' গানটার প্রেমে পড়ে গেছি। অনেক ইচ্ছে করছে গানটা কলার টিউন দিতে। কিন্তু তেমন যেন লাগছে। নিজেকে ভন্ড ভন্ড লাগছে। ওহ... মনে পড়েছে, আমার বাংলাদেশের সেরা সিনেমার মধ্যে অন্যতম প্রিয় একটা সিনেমা সদ্য প্রয়াত পরিচালক শহিদুল ইসলাম খোকনের ‘ভন্ড’। সিনেমাটা আজকে একটু দেখতে হবে!
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:৩৫