(এক.)
সচলায়তন অনেক ভাবেই সামহোয়ারের সমান্তরাল/প্রতিযোগী/বিকল্প এর সবটি আলাদা আলাদা অথবা একইসাথে হইলেও কোন ক্ষতি নাই।
(দুই.)
সামহোয়্যার ইন আছে বইলা কি আর কোন সমান্তরাল, প্রতিযোগী, বিকল্প সাইট হইতে পারবে না, এমন কোন আইন আছে?
না নাই।
নতুন বাংলা সাইট অলওয়েজ ওয়েলকাম। যারা ইন্টারনেটে বাংলা ভাষার আরো বেশি প্রকাশ দেখতে চাই তাদের জন্য যেকোন বাংলা সাইটের ওয়েবে সংযোজন মাত্রই খুশির খবর। মনে হয়, "না। প্রিয়, অভাগা বাংলা ভাষাটার আরো প্রকাশ বাড়লো।"
সচলায়তন সমহোয়্যারের সমান্তরাল হউক, প্রতিযোগী হউক, প্রতিদিন সকালে ও রাত্রে আইসা নতুন মেম্বার ডাকা ডাকি করুক সামহোয়্যারইনে, ভিন্ন ভিন্ন নিকে বিভিন্ন মার্কেটিং হইতেই থাকুক, হইতেই থাকুক - ইট ডাজেন্ট ম্যাটার।
তাইলে হোয়াট ডাজ ইট ম্যাটার, সাদিক? বেকুবের মতো তাইলে এইডি কি কও! নাকি তোমারে সচলায়তনে ডাকে নাই বইলা গা কামড়ায়? হিংসা হয়?
না বেরাদার। যেইটা ভাবতাছেন সেইটা না। হিংসার কিছু নাই। দুনিয়ার বহুত ভালো লেখক আছে, তারা সচলায়তনে লেখুক। আমি কেউ না, গরীব মানুষ। মাঝে মধ্যে ভালো সাইটের লেখা পড়ি, ভালো লাগে; সেইটা আরো দশটা অনলাইন ম্যাগাজিন হউক বা সচলায়তন। গরীবের হিংসাও নাই। টুকটাক লেখক হিসাবে ভালো লেখা দেখলে স্রেফ ভালো পড়াই হয়, হিংসা হয় না। ঘটনা ভিন্ন।
(তিন.)
ঘটনা হইলো যারা একসময়ে নানান কারনে সামহোয়্যারের কতৃপক্ষের উপরে ত্যাক্তবিরক্ত তাদের প্রায় পুরো অংশই সচলায়তনের আয়তনরে সচল করতে গেছেন। সচল করুক ভালো কথা।
কিন্তু চোর মহাশয়, আমাদের অমনিবাস নিক ধারী বিশিষ্ট ব্লগার অমি রহমান পিয়ালেরা এবং তার সাঙ্গপাঙ্গ দি এ টিমরা যা শুরু করছে সামহোয়্যারে দ্যাট প্রিটি মাচ বদারিং। এইটার দায়ভার সচলায়তনে ভিড় জমানো কুতুব ও বিশিষ্ট ব্লগারদের উপরে অনেকাংশেই পড়ে, কারন তেনারা আগে থেকেই ছাগল খেদানোর এন্টারটেইনমেন্টের প্রাকটিস করছেন। যেইটার ইনটেনসিটি নানান নিকে ব্লগ ত্যাগের পরে ও আগে বৃদ্ধি করিয়াছেন। সমস্যা সেইখানে।
গালাগালি প্রবণতার নেতৃত্ব যে সকল সচলায়তনের রতনেরা করিতেছেন অনুগ্রহ পূর্বক সেইটা বন্ধ করেন। সচলায়তন নিয়া ব্যস্ত থাকেন, সামহোয়্যারে লিখিয়া উদ্ধার করবেন কি করবেন না সেইটা আপনাদের কৃপা। সবাই স্বাধীন এইখানে। শুধু ব্যক্তি আক্রমনটা বড্ড বিরক্তিকর। সেইটা ত্রিভুজ, রামছাগল অথবা আর যে কাউরে হউক না কেন। নোংরামি বন করেন। যারে আশ্রয় কইরাই করা হউক ওইটা নোংরামিই থাকে।
(চার.)
ভালো কথা, আমি মডুরামও না এই সামহোয়্যারের। স্রেফ আপনার মতোই ইউজার, গরীব একজন লেখক, নিরীহ পাঠক। মাঝেমধ্যে সারকাস্টিক পোস্টার। মডুরাম হইলে এই সাইট বহুত আগেই পরিস্কার কইরা ফেলা যাইতো ফাউল নিক আর পোস্ট থেইকা।
(পাঁচ)
ডিসক্লেইমার: সাদিক আগে নরম কথা কইতো। এখন ডিগবাজী ক্যান? জ্বি না হুজুর। ধর্মান্ধগো বিরুদ্ধে সমালোচনায় যে সারকাজম থাকতো, আপনাগো পেয়ারের সচলাতায়ন এবং একই সাথে তাহার বান্দাদের ডাবল স্ট্যান্ডার্ড আচরনের সমালোচনায়ও একই স্টাইলের সারকাজম আছে। খিয়াল করলেই বুঝার কথা। ডিগবাজী আপনার মনে, এইখানে না।
সর্বশেষ এডিট : ০৩ রা জুলাই, ২০০৭ রাত ১২:৩৫