এই দিনের দিবাগত এক ভরা চান্দের ঢলঢলা পূর্ণিমার রাতে গৌতমা বুদ্ধার জন্ম, তার বৌদ্ধত্ব লাভ এবং একই তারিখে মহাপ্রয়াণ।
'চান্নিপসর রাইতে আমার মরণ যেন হয়' - গানটা যেন কই শুনছিলাম? হুমায়ুন আহমেদের কোন নাটকে মনে হয়।
মানুষের লিখিত ইতিহাসে আরেকজন গুরুর জন্ম, মৃত্যু এবং তার জীবনের একটা সবচেয়ে অর্জনের দিন একই তারিখে। তিনি হযরত মুহাম্মদ। ১২ই রবিউল আউয়াল জন্ম, ওফাত একই দিনে এবং ১২ই রবিউল আউয়াল তারিখেই তিনি মদীনা (সেই সময়ের ইয়াথরিব) শহরে প্রথম পদার্পন করেন সেখানে নতুন বিশ্বাসীদের জন্য এক নতুন কমিউনিটি প্রতিষ্ঠার জন্য যা বীজ বপন করে তার এনলাইটেনড নব্যুয়তের অন্যতম গুরুত্বপূর্ন সময়টার।
দুই মহাগুরুরে এই বৌদ্ধপূর্ণিমার শুভ দিনে প্রণাম।
বুদ্ধার এই ধ্যানমগ্ন ছবিটা তোলা সিংহপুরের হল্যান্ড ভিলেজের লিম'স আর্ট নামের একটা সৌখিন জিনিস পত্রের দোকান থেকে।
ক্রেডিট
সর্বশেষ এডিট : ৩১ শে মে, ২০০৭ বিকাল ৫:০২