০১.
হে ঈশ্বর! তাকে সৃষ্টি করা উচিত হয়নি তোমার
কেননা, কেউ তাকে সবচেয়ে ভালবাসে।
০২.
ভালবাসা এক হৃদয় অন্য হৃদয়ে বিগলিত হয়
ঈশ্বর প্রেমে পড়লে, আমরা বলতাম ঈশ্বর প্রেরিত।
০৩.
প্রত্যাশা পাবার সম্ভাবনাকে প্রলম্বিত করে
অপেক্ষা আর কষ্টের প্রহর দুটোই ঈশ্বরকৃত।
০৪.
মানুষের পরমায়ু প্রাপ্ত হওয়া একটি ঘটনা নয়
দৈবিক নিয়ম কখনো কখনো উৎকৃষ্ট মহিমা লাভ করে।
০৫.
ওহ ঈশ্বর! তুমি আরো সহ্য শক্তি দাও
পাপ আর শ্রেষ্ঠত্বের মাঝে সুন্দর বেঁচে থাকুক।