পৌষের কুহেলি সরিয়ে
সর্ষে শিষের শিশির বিন্দু
তুলে নিই চোখের পাপঁড়িতে।
সূর্য বালিকার দল ঘূর্ণী নাচায়
নরম ঘাসের বুক বিদীর্ণ করে
জংলী লতার ফুলে অদৃশ্য সুর বাজে
জীবনের জলমাখা মুখ ঘাসফুল হয়ে ওঠে।
রূপসীরা রৌদ্র মাখবে বলে ভিজে চুলে দাঁড়ায়
বৃক্ষলতা হয়ে ওঠে সব কটা পুরুষ আঙুল উচ্ছ্বাসে
আমার ভিতরে আর কোন তৃষ্ণা নেই, কোন দুঃখ নেই
ভুলে যাচ্ছি কখন শিহরিত হতে হয় নিবিড় আবেগে জলের মতো
ভুল করে ভুলে যাচ্ছি কোথায় বসাতে হয় চোখ অন্য চোখে অপলকে।