মৌলিক অধিকার কি ?
মানুষ বেচে থাকার জন্য তার কতগুলো সুযোগ সুবিধা ও প্রয়োজনীয়
চাহিদা আছে যা প্রতিটি মানুষের জরুরী ।
না হলে কোন মানুষই তার সঠিক বিকাশ ঘটাতে পারে না বা সে
চাহিদাগুলো পরিপূর্ন না হলে একটি মানুষের জীবন যাপন খুব কষ্ট হয়ে যায় ।
আর রাষ্ট্র সব সময় সে সুযোগ গুলো দেশের একজন নাগরিককে দিতে বাধ্য থাকে ।
অর্থাৎ একজন ব্যাক্তির ব্যাক্তিত্ব বিকাশের জন্য অথবা সঠিক ভাবে বেঁচে থাকার জন্য যে অধিকারগুলো
একটি রার্ষ্ট্র সে দেশের জনগনকে প্রদান করে তাকেই রাষ্ট্রিয় মৌলিক অধিকার বলে ।
আর সে সব অধিকার থেকে যদি দেশের কোন জনগন বাদ পরে তাহলে সে দেশের সে
জনগন তার জীবনের পরিপূর্ণতা আনতে পারে না । আর তখন সে দেশের মানুষই সে দেশের জন্য হয়ে যায়
অভিশাপস্বরূপ ।
?
সর্বশেষ এডিট : ২৬ শে ডিসেম্বর, ২০১৬ ভোর ৬:১৯