১। প্রশ্ন : নারীদের ঠোঁট কেমন হলে সুলক্ষনা হন ?
উত্তর : যে নারীদের ঠোঁট ছোট পাতলা ও মসৃণ এবং দুটো ঠোঁটই সমান দেখা যায়
তারা সুলক্ষণা ও সুখী হয়ে থাকেন ।
২ । প্রশ্ন : কোন নারী কর্কট এবং চন্চল হন ?
উত্তর : যে সকল নারীদের জিহ্বা পাতলা থাকে তারা খুব কর্কট এবং চন্চল হন ।
৩ । প্রশ্ন : শান্ত এবং জেদী এই দুই প্রকারের নারী কি ভাবে চিনবেন ?
উত্তর : যে সকল নারীদের জিহ্বা মোটা হয় তারা হয়ত জেদী না হলে শান্ত হবে ।
৪ । প্রশ্ন: কোন নারীরা মিস্টভাষী ও আনন্দ প্রিয় হন ?
উত্তর : যে নারীদের জিহ্বা লাল হয় সে নারীরা মিস্টভাষী এবং আনন্দ প্রিয় হয়ে থাকেন ।
৫ । প্রশ্ন : কোন নারীরা খুব ভাগ্যবতী হন ?
উত্তর : যে সকল নারীদের কপাল সমান সুগোল ও উচ্চু তারা খুব ভাগ্যবতী হন ।
৬ । প্রশ্ন : কোন নারীরা খুব ধনী ও নিজেকে নিয়ে বেশি বেশি গর্ব করেন ?
উত্তর : যে সকল নারীদের কপাল উচু হয় তারা খুব ধনী এবং বেশি বেশি নিজেকে নিয়ে গর্ব করেন ।
৭। প্রশ্ন : কোন ধরনের নারীরা দরিদ্র হন ?
উত্তর :
যে সকল নারীদের কপাল নীচু হয় তারা দরিদ্র হন
৮ । প্রশ্ন : কোন নারীরা স্বামী দ্বারা কখনো সুখ পাননা ?
উত্তর : যে নারী বাহুতে শিরা ও লোম দুটোই থাকে সে নারী কখনই তার স্বামী দ্বারা সুখী হন না
৯ ।প্রশ্ন : কোন ধরনের নারী সর্ব সুখে সুখী হন ?
উত্তর : যে নারীর দেহে সূখ্ন সরল ও কোমল লোম হয় সে নারী সর্ব সুখে সুখী হন ।
সর্বশেষ এডিট : ২১ শে ডিসেম্বর, ২০১৬ রাত ৩:১৭