রাজার ছেলে,রাজার মেয়েরাই হয়,রাজপুত্ত আর রাজকন্যা,
তবে মানুষ মিছে কেন বলে ? তুই আমার সাত রাজার ধন,
তুই আমার মানিক,হিরা আর রতন,
সত্যকে মিথ্যা,আর মিথ্যাকে সত্য,মানুষের নাই কর্ম,আছে শুধু মুখের কথন।
হিংসে আর অহংকার এরা দুটি ভাই,
করিছে পৃথিবীর সকল মানুষকে তাদের বিষাক্ত ছোঁবলে ধংশন ।
কেহ বুঝেনারে ভাই,তাহার নিজ ভুলের সাধন,
হচ্ছে তার বড় পতন ।
করিয়া মন কর্ম নকল,
কি করিয়া হবে জীবনে সফল,
নিজ পরিশ্রম নিজ ভাগ্যের ফসল,
সতকর্মে মিটবে আরাম আয়েশ সকল ।
মিথ্যে কেঁদে নাইরে কোন লাভ ওরে পাগলা মন,
মানুষের পতন হচ্ছে তার নকল জীবন,
একবার খুলে দিয়ে দেখ তোর মিথ্যের বাঁধন,
দেখবি সত্যে জয় কত পর্বাতণ ।
লেখা পাগলা ।
সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০১৬ সন্ধ্যা ৬:৩০