মুখে লাগাম পরায়, খুর লাগায়
আর ইচ্ছা যেখানে সেখানে যায়
মানুষের জন্য ঈশ্বরের উপহার মহাপুরুষত্বের গূঢ়ৈষা, জটিলতা
তাই সব আদর্শের শক্তিকে নিয়ন্ত্রিত জড়ো করা
যদি এতে থাকে দক্ষতা
তাহলেই আছে সোনা
আর কেনই বা থাকবে না
জাতিগুলো পৃথিবী শাসন করে
আর জাতিগুলো শাসন করে ধনীরা
জাতীয়তাবাদ হলো এক বিষ
মিষ্টি চুমুর সাপিণী
সোজা হৃদয়ে গিয়ে পৌঁছায়
সভ্যতার মানুষ বিভ্রান্ত হয়ে গিয়েছিলে
তাই মহান প্রেমিক হতে পারে নি
মানুষ কী জন্য লড়াই করে
সেই একই পুরনো বিষ্ঠা নতুন মলদ্বারে
একই পুরনো বাজে জিনিস কিন্তু এবার নিজেই হতে পারে
তাই শুধু কথার সংস্কারে
যাতে সবাই সমানভাবে আক্রান্ত হই আমরা
আমি বলছি
এখন সময় এসেছে স্পষ্ট বিচ্ছেদের সব
অর্থাৎ
জাতীয়তাবাদ হলো ভুয়া সাম্যতন্ত্র
প্রতিশোধ হলো ভুয়া বিপ্লব
সর্বশেষ এডিট : ১৯ শে অক্টোবর, ২০২৪ বিকাল ৫:১০