সময়ের সাথে সবকিছুই স্বাভাবিক, এমনকি সবচে' ভয়ঙ্কর জিনিসগুলো
কখনো কখনো, একটি শিশুর চোখের জল ধুয়ে দিতে পারে ধুলো
আর তখন পরিসংখ্যানের প্রতিটি বিন্দুকেই জানে আমাদের মন
যে এগুলো একেকটা মানুষের জীবন
কিন্তু ধুলো ফিরে আসে
মানে আমাদের অধিকাংশে
মাশরুম মেঘ থেকে তেজস্ক্রিয় পতনের মতো
এটি ক্ষয়প্রাপ্ত হয়, এটা হয় স্থিত
যুদ্ধ দেখে একটা জিনিস শিখেছি প্রচুর
মানুষের যৌক্তিকতা কতটা ভঙ্গুর
এবং সহানুভূতি এক দ্বিধার তলোয়ার
যত সহজে শত্রুকে পরাস্ত করে, ততটাই ছিন্ন করে হৃদয়ের তার
যদি খারাপভাবে যথেষ্ট আকা্ঙ্খায় আমরা চাই
নিজেদেরকে আমরা যেকোনো কিছু বিশ্বাস করাই
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০২৪ রাত ১০:৫৬