মীর জাফর নামক এই ব্যক্তিটা গত মাসের এক দাওয়াতে দেখা হলে কথাচ্ছলে
জানায় সে নাকি পূর্বজন্মে চিনতো আমাকে। "তখন তুমি মেষপালক ছিলে" সে বলে।
"তাই নাকি?" আমি বিস্মিত, "ব্যাপারটা শুনতে তত খারাপ না, বেশ ভালোই তো।"
"আসলে", সে বলে, "তুমি ছিলে সন্ত্রাসীদের প্রতিপালক যে কিনা চলাফেরায় দেখতে
রাখালবালক।" "এমন কিছু করার কথা না আমার" দেরি হয় না আমার জবাব দিতে।
"হ", সে বলে, 'কিন্তু তুমি তোমার সাতসন্তান আর তিন বউকে আদর করতে বহুগুণ।"
"তিন স্ত্রী?" আমি অবাক। সে বলে, "তবে তুমি অন্যদের দিয়েই করাতে গুমহত্যাখুন।"
"ওহ! তারমানে আদতে স্বভাব ভালো, তাই না?" আমি জিজ্ঞাসা করি। "শুধু ব্যতিক্রম
যখন কেউ করে তোমার দেওয়া সীমা অতিক্রম। সাবধান! এমন কিছু নেই যা তোমার
সাধ্যের বাইরে: আঙুলের নখ বা চোখ উপড়ে ফেলা।" "বালছাল কথা বন্ধ কর এবার",
আমি চিল্লাই। আর লোকটার চোখে খোঁচা মারার ভঙ্গি করে যেই না এগিয়ে এককদম
যাই, সে ভয়ে লাফিয়ে উঠে বলে, "নির্ঘাত তুমিই সেই"। "আরে সে তো অনেক জনম
আগের কথা", আমি বললাম, আর হাত বাড়িয়ে দিলাম, "আপনাকে তামাক খাওয়াই,
চলেন।" উনি বললেন, "বানিয়ে বলছি না কিন্তু।" আমি বলি, 'আমারও বানানো নাই।"
সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০২৩ ভোর ৬:৪৭