ইদানিং বলগে নিক ফ্যাক্টরী বানাইয়া ফেলাডিং এর বন্যা বওয়াইতেছে কতিপয় মাল্টিনিক ম্যনুফ্যকচারিং কো:। এগোর বেবাকের কর্পোরেট হেড অফিস মগবাজার এলাকায় বলিয়া মনে লয়। তো বলগে হগলেই লেখোয়াড় না, কিছু পাঠোয়াড়ও আছে যারা অধমের পাদাবলীর জইন্য নাক উচু কইরা বইয়া থাকে। মাগার নিক ফ্যাক্টরীর ফেলাডিং এর জালায় লাল সালু তো লাল সালু পিন্দনের কাপুড়ও ভাইসা যাইতাছে।
এইসব নিকের উপর নীচ দুইডা মুখ থাইকা এক কিসিমের খুসবুই বারায়-মানে লাদে। তো এইভাবে লাদোনের কারনে নীচ উপর বোঝা বড় কঠিন। তয় পতাকা দিয়া মুখ ঢাইক্কা পাবলিকরে লাদি খাইতে বাধ্য করতাছে। হেগোর সর্বশেষ লাদি হইতাছে ".....নয় মাস কামলা কই আছিল, ৩৬ বছর কবিরাজ কই আছিল......। বেডারা অহন আয়া আমগো দুই মুখ যে এক এইডা পরমানে চিক্কুর পারতাছে....."।
তোমরা লাদ সমস্যা নাই, কিন্তু এট্টু রইয়া সইয়া লাদন যায় না? গুটা গুটা লাদা বাইছা দুই দন্ড বওন যায়, যেই হারে ডায়রিয়ার মতন লাদতাছুইন লাল সালু পাতনের তো জায়গা পাই না!!!!!!!!!!!
গুটা গুটা লাদা বাইছা বওন যায়, যেই হারে ডায়রিয়ার মতন লাদতাছুইন লাল সালু পাতনের তো জায়গা পাই না!!!!!!!!!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
১৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
ট্রাম্প ভাইয়ের প্রেসিডেন্সিয়াল টিমের সদস্য এর মধ্যে এই তিন জন সদস্য খুবই গুরুত্বপূর্ণ।
প্রথম জন হলো: জেডি ভান্স, উনি মেবি ভাইস প্রেসিডেন্ট হচ্ছেন। ভদ্রলোকের বউ আবার ইন্ডিয়ান হিন্দু। ওনার নাম উষা ভান্স। পেশায় তিনি একজন অ্যাডভোকেট।
দ্বিতীয় জন হলো বিবেক রামাস্বামী। এই ভদ্রলোক আরেক... ...বাকিটুকু পড়ুন
দেশে ইসলামি আইন প্রতিষ্ঠা করা জরুরী?
বিশ্ব ইসলামের নিয়মে চলছে না।
এমনকি আমাদের দেশও ইসলামের নিয়মে চলছে না। দেশ চলিছে সংবিধান অনুযায়ী। ধর্মের নিয়ম কানুন মেনে চললে পুরো দেশ পিছিয়ে যাবে। ধর্ম যেই সময় (সামন্ত... ...বাকিটুকু পড়ুন
আসল 'আয়না ঘর' থাকতে রেপ্লিকা 'আয়না ঘর ' তৈরির প্রয়োজন নেই।
স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের জুলুম থেকে মুক্তি পাওয়ার জন্য ৫ই আগস্ট সর্বস্তরের জনতা রাস্তায় নেমে এসে। শেখ হাসিনা ভারতে পালিয়ে যান। দীর্ঘ ১৫ বছরের শাসন আমলে অসংখ্য মানুষ কে... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি হাজার কথা বলে
আগস্টের ৩ তারিখ আমি বাসা থেকে বের হয়ে প্রগতি স্মরণী গিয়ে আন্দোলনে শরিক হই। সন্ধ্যের নাগাদ পরিবারকে নিয়ে আমার শ্বশুর বাড়ি রেখে এসে পরদিনই দুপুরের মধ্যেই রওনা হয়ে যাই। আগস্টের... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। নিজের বানানো টেলিস্কোপ দিয়ে কালপুরুষ নীহারিকার ছবি
ঢাকায় নিজের বাসার ছাদ থেকে কালপুরুষ নীহারিকার ছবি তুলেছেন বাংলাদেশি অ্যাস্ট্রোফটোগ্রাফার জুবায়ের কাওলিন। যে টেলিস্কোপ দিয়ে তিনি এই ছবি তুলেছেন, সেটিও স্থানীয় উপকরণ ব্যবহার... ...বাকিটুকু পড়ুন