শোনেন শোনেন অভিভাবক শোনেন দিয়া মন--
নৈতিক শিক্ষার কথা কিছু করিব বর্ণন
সন্তানদেরও কিছু সময় দেওয়া প্রয়োজন
মায়ার বন্ধন শক্ত হইবো সাথে প্রিয়জন - আরে সাথে প্রিয়জন
আরে, গল্পের ছলে হাসি দিয়া ফালান কথা কইয়া
সন্তান কইব, আপনি কইবেন সমান সমান হইয়া
আরে, ভাল মানুষ হইয়ো আগে পড়ালেখা কইরা
পরিবারের গর্ব হইয়ো মন যাইব ভইরা - আরে মন যাইব ভইরা
আরে, অন্যের পাশে তুমি থাকলে-তোমার পাশে অন্য
দেখবা তুমি শান্তি পাইবা - সবাই তোমার জন্য
আরে, অসৎ সঙ্গ ছাইরা তোমরা সৎ সঙ্গ ধইরো
আসল নকল চিনা তোমরা সুন্দর জীবন গইড়ো-আরে সুন্দর জীবন গইড়ো
আরে, নারী পুরুষ সবাই মানুষ কন ওদের সনে
খাওয়া পড়া সবই সমান বলেন খুশি মনে
আরে, সবাইরে সম্মান করা বড়ই প্রয়োজন
বইলা গেছে খাটি কথা জ্ঞানী গুণীজন -- আরে জ্ঞানী গুণীজন
আরে, দুই নম্বরী-তিন নম্বরী চিন্তা যত আছে
ঝাইরা ফালান, কাইসা দাঁড়ান সন্তান যাদের আছে
আরে, সন্তান কিন্ত নকল করে আপনার খাসিলা
কড়ায় গন্ডায় করিব যে কোন উসিলা - আরে যে কোন উসিলা
কথা কিন্তু খাঁটি কইলাম রাগ কইরেন না ভারী
এই পর্যায়ে শেষ করিলাম স্বপ্ন নীলার জারি --- আ-রে স্বপ্ন নীলার জারি
নোটঃ পুঁথি কোন দিনই লিখি নাই, কোন সংশোধন থাকলে প্লিজ বলবেন, এ্যাড করে নিব
লায়লা - ২০ এপ্রিল, ২০১৫
সর্বশেষ এডিট : ৩০ শে এপ্রিল, ২০১৫ দুপুর ২:৫৮