এখানকার পাঠক আমি অনেকদিন ধরেই। মাঝে মাঝে কিছু লেখার ইচ্ছা হইত কিন্তু নাম দাখিলা না থাকায় মনে মনে ভাবতাম ইস্ যদি লিখতে পারতাম, তাহলে কতকি না লিখে ফেলতাম। সেই ইচ্ছা থেকেই নাম লিখানোর সাধ জাগলো । এখন ঘটনা অন্যরকম হয়ে গেলো দেখছি, রেজি করলাম আজ বেশ কিছুদিন হল, কিন্তু কিছুইতো লিখতে পারছি না। বড়ই পীড়াদায়ক মনে হচ্ছে নিজের কাছে ব্যপারটা। আবার বলা হয়েছে কিছু লিখতে হবে, না হলে যে আশা নিয়ে নাম দাখিল করলাম তা নাকি পূরণ হবে না। ভালো মুশকিলে পড়া গেল দেখি! আমার আবার ধৈর্য্য নামের কারো সাথে কখনো দেখা হয়নি। মনে হচ্ছে এই দফায় তার সাথে দেখা করিয়েই ছাড়বে সামহোয়্যার।

উড়াধুরা কথার সাথে একটা ভালোলাগা গান শেয়ার করে ব্লগিং শুরু করলাম।

মন, আলেয়া পুড়ালো খালি হাত
মন, জাগেনা জাগেনা সারা রাত,
জেগে থাকে ঘুম পাহাড়ের মন
কেমন আলো
দূর দেশে ফিকে হওয়া রাত ডাক পাঠালো। ।
মন'রে ঘুমের গোপনে তোমাকে আবার ডাকলাম
হে-হে-হে-হে-হে
মন, হাওয়ায় পেয়েছি তোর নাম
মন, হাওয়ায় হারিয়ে ফেল্লাম...............
View this link
সর্বশেষ এডিট : ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ দুপুর ১২:০৯