সামহোয়্যারইনপ্রথমনিউজ৩৬৫ বার্তাকক্ষ থেকে আপনাদের স্বাগতম।
জমে উঠেছে নির্বাচন। বিভিন্ন ব্লগ প্রার্থীদের প্রচারনায় ব্যানার-ফেস্টুনে সজ্জিত। চলতি আন্তর-জাল-ঈ-য় নির্বাচন ২০১১ নিয়ে আমাদের বিশেষ বুলেটিনে থাকছে নির্বাচন সংক্রান্ত চটজলদি চটুল খবরাখবর।
কতিপয় ব্লগারদের অপপ্রচারের জবাব দিয়ে ব্লগার আল্লামা সাঈদী বলেছেন, সকল খাঁটি মুমিনগণের সমর্থনের কারণেই আসমানী ভোট নাযিল সম্ভবপর হয়েছে। তিনি দাবি করেন ১৬ কোটি ব্লগার তার সাথে রয়েছে! ।
অপরদিকে ব্লগার শেখ হাসিনা, ব্লগার খালেদা এবং ব্লগার এরশাদ – প্রত্যেকেই দাবি করেন দেশের ১৬ কোটি ব্লগার তাঁদের (চন্দ্রবিন্দুর উপর জোর দিয়ে পড়তে হবে) সাথে রয়েছে।
উক্ত চার প্রার্থী ব্লগারদের এই বক্তব্যকে ভিত্তি করে ব্লগারশুমারি অধিদপ্তর একটি প্রেস রিলিজ জারি করেছে, যেখানে বলা হয়েছে দেশে বর্তমানে ব্লগারসংখ্যা ৪x১৬ = ৬৪ কোটি। ব্লগারসংখ্যার এই বিস্ফোরণ ঠেকাতে সকল ব্লগ পরিবারকে আইডি-জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি পালনে ব্যবস্থা নিতে সচেতন হতে বলা হয়েছে প্রেস রিলিজটিতে । তবে তারা (চন্দ্রবিন্দু দেই নাই!) ধন্যবাদ জ্ঞাপন করেন প্রার্থী ব্লগারদের কাছে। কারণ প্রার্থীদের বক্তব্যের কারণে এখন ব্লগারশুমারী অনেক সহজসাধ্য হয়ে গেছে। ব্লগে ব্লগে গিয়ে গগনা করার প্রয়োজন দেখা দেয়নি।
এদিকে ব্লগার জয় ওয়াজেদ সামহোয়্যারইনপ্রথমনিউজ৩৬৫ বরাবর প্রেরিত একটি ই-মেইলে দাবি করেন, ব্লগার তারেক জিয়ার গ্রহণযোগ্যতা বর্তমানে শূণ্যের কোঠায়। ব্লগার জয় দাবি করেন এই নির্বাচনে ব্লগার তারেক প্রযুক্তিকে সূক্ষভাবে ব্যবহার করে স্হূল ডিজিটাল কারচুপি করছেন। ইমেইলের সাথে একটি পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে ব্লগার জয় বিভিন্ন এনিমেটেড স্লাইড শো –এর মাধ্যমে ব্লগার তারেকের ডিজিটালভোট পরিসংখ্যান তুলে ধরেন।
অন্যদিকে ভোট কেন্দ্র ঘুরে এসে সামহোয়্যারইনপ্রথমনিউজ৩৬৫ নির্বাচন প্রতিনিধি জানান, ভোট প্রার্থীরা শুরুতে যথেস্ট উৎসাহ নিয়ে প্রকাশ্যে-আড়ালে ভোট প্রার্থনা করলেও ইদানীং তাঁরা ঘাপটি মেরে গেছেন। কোন কোন প্রার্থীর ভোট গতিবিধি দেখে আন্দাজ করা যায়, তাঁরা (চন্দ্রবিন্দুর উপর জোর দিয়ে পড়তে হবে) একিলিস এবং কচ্ছপের দৌড় প্রতিযোগিতা দ্বারা প্রভাবিত এবং সেই মোতাবেক নির্দিষ্ট ও নিরাপদ দূরত্ব বজায় রাখছেন।
দেখা গেছে ডিজিটাল ব্যালটবাক্সে গত কয়েকদিন ধরে ভোটের ব্যারোমিটার খুব সন্তর্পনে ওঠানামা করছে। জালভোট নিয়ে ব্লগারদের মধ্যে জোর আলোচনার কারণে প্রার্থীরা তাদের কৌশলগত অবস্থান পাল্টেছেন বলে ধারনা করা হচ্ছে। ব্লগারদের মধ্যে এই নির্বাচন নিয়ে নানা মতামত দেখা যাচ্ছে। অনেকেই স্বচ্ছ ডিজিটাল ব্যালট বাক্সের দাবি তুলেছেন।
বিদেশী নির্বাচন বিশেষজ্ঞরা গভীর মনোযোগে এই নির্বাচন পর্যবেক্ষণ করছেন। তাঁরা (...ditto...) ধারনা করছেন, কোন দুই প্রার্থীর ঐক্যমত সরকার গঠিত হলে অপরপক্ষকে প্রতিহত করা সম্ভব।
নির্বাচনী ভবিষ্যৎ বাণীতে, ব্লগার অক্টোপাস পল ব্লগার হাসিনাকে সতর্ক করে বলেন, ব্লগার এরশাদের উপর কোনভাবেই ভরসা করা যায় না। অবসর গ্রহণের পূর্বে এই নির্বাচনে জিততে তিনি যে কোন সময় যে কোন পন্থা অবলম্বন করতে পারেন।
ব্লগার হাসিনা তাঁর নির্বাচনী ওয়াদায় জানিয়েছেন, নির্বাচনে জয়যুক্ত হলে তিনি যুদ্ধাপরাধীদের বিচার নিয়ে আগামীতে অসংখ্য পোস্ট লিখবেন।
এদিকে নারী ব্লগারদের পোস্টে কেন বেশী মন্তব্য এবং হিট হবে, তার প্রতিবাদে ব্লগার আমিনী আজ হরতাল ডেকেছেন।
আন্তর-জাল-ঈ-অ নির্বাচন ২০১১ নিয়ে সামহোয়্যারইনপ্রথমনিউজ৩৬৫ এর বিশেষ বুলেটিন এখনকার মত সমাপ্ত।
ওয়ালাইকুম আসসালাম!