বিমানবন্দর - কবিতাটি লেখার পেছনে খানিকটা আবেগ থাকলেও আমার নিজের ব্যক্তিগত মত হলো, সেই আবেগের যথার্থ প্রকাশ হয়নি । তারপরও কিভাবে যেন কারো কারো আবেগ-অনুভুতিকে কম-বেশী ছুঁয়ে গেল এই কবিতা ।
ব্লগার নম্রতা সেই অনেকের একজন । মন্তব্যে বলে গেলেন এই কবিতা আবৃত্তি করবেন । আমি বেশ আগ্রহী হয়ে উঠলাম । নিজের আবেগ আরেকজনের কন্ঠ হতে ঝরে পড়ছে ! খুবই অদ্ভূত এক মুহূর্ত হবে নিশ্চয়ই আমার জন্য!
তারপর দিন গেল তোমার পথ চাহিয়া ....... ভাবলাম ভুলে গেছেন কিনবা অনেক ব্যস্ত ।
কিন্তু আমাকে অবাক করে দিয়ে একটু আগে আমার ব্লগে নম্রতার একটি মন্তব্য এবং সাথে একটি লিংক । ক্লিক করতেই হালকা ভাবে ভেসে এলো বিমানের আওয়াজ আর একটু টুংটাং শব্দ - দারুণ আবহ সংগীত চুড়ান্ত আগ্রহ জাগালো । মনে মনে ভাবলাম, "আচ্ছা, নম্রতা আমার কবিতাই আবৃত্তি করবে তো নাকি ...!"
আমারই কবিতা !!! অনেক মিষ্টি, ভেজা ভেজা কন্ঠস্বর আবেগে নিষিক্ত করল আমার লেখা একেকটি শব্দকে একে একে ।
ঈদের ঠিক আগে আগে এমন একটি উপহার !!! নম্রতা'কে অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক অনেক ধন্যবাদ ।
যতদূর মনে পড়ে , আমি মনে হয় এখনো কোন পোস্টের শিরোনামে সরাসরি উৎসর্গ করে কারো নাম লিখিনি কখনো । সেই রকম ইচ্ছে কেন জানি করেনি । তবে কাউকে ধন্যবাদ জানাতে গিয়ে এটুকু আজকে না করলেই নয় ।
আবৃত্তির লিংক - Click This Link
সর্বশেষ এডিট : ০৭ ই ডিসেম্বর, ২০০৮ সকাল ১১:১৮