ব্লগিং খুবই জনপ্রিয় হয়ে উঠেছে সারা বিশ্বে। সংবাদপত্রের পাশাপাশি ব্লগের ভুমিকাও চোখে পরার মত। এরকম সময় সামহোয়্যার ইনের বাংলা ব্লগ অদ্ভূত আগ্রহ যোগালো অনেক বাংলা ভাষীর হৃদয়ে। সেই থেকে শুরু...আজ এই ব্লগে কত ব্লগার! কত রকমের লেখনী-ছড়া-গল্প-কবিতা, তর্ক-বিতর্ক, সমসাময়িক খবর- দিয়ে ভরে যায় সামহোয়্যারের প্রথম পাতা; মন্তব্য আর রেটিং এর টক-ঝাল-মিষ্টি খেলা। বিশাল মায়াজালে জড়িয়ে যায় এক ঝাঁক, নানা বয়সের কিছু প্রাণ, কিছু প্রতিভা। ব্লগিং হয়ে ওঠে নেশা...।
আজকাল আর সেই জোশ নেই এই ব্লগে। শুধু কর্তৃপক্ষকে এজন্য সব সময় এক তরফা দায়ী করে লাভ নেই; অনেক ক্ষেত্রেই ব্লগাররাও সমপরিমাণই দায়ী। ব্যান- আন ব্যান নিয়ে তর্ক চলছে, ধর্ম আর মুক্তিযুদ্ধ নিয়ে ভারসাম্যহীন বিতর্ক চলছে; কিছু অসংলগ্ন নিকের আগমণ ব্লগকে অস্থির করে তুলছে।
গত কিছুদিন আগের ঘটনায় মনে হলো সামহোয়্যার ব্লগ আর সাধারণ কিছু ব্লগারের মধ্যে যেন বিশাল মনোমালিন্য, দূরত্ব তৈরী হয়ে গেল। মনে হচ্ছিল একে অন্যের প্রতিপক্ষ হয়ে উঠছে; এটা কারো জন্যই শুভ নয়। ভাল ব্লগাররা ব্লগ ছেড়ে দিলে সেটা সামহোয়্যার ইনের জন্য কোন ভাবেই শুভ হবে না। এবং এই কদিনের ব্লগ হিট স্ট্যাটাস দেখে কর্তৃপক্ষ সেটা বুঝে নিয়েছেন আশা করি। অপর দিকে কর্তৃপক্ষের কাজের ধারা নিয়ে কোন অভিযোগ থাকলে আমাদের উচিত হবে যুক্তি সহকারে এবং অবশ্যই শালীনতার সাথে তা প্রকাশ করা। যুক্তি আক্রমনাত্মক হতেই পারে তবে অশ্লীল ভাষা, ইংগিত কোন ভাবেই কাম্য নয়। কিছুদিন আগে আরিলকে উদ্দেশ্য করে কিছু অশ্রাব্য মন্তব্য ব্লগারদের মানকে অনেক ছোট করে তুলেছে। আবার কিছু প্রতিশ্রুতিশীল ব্লগারদের প্রতি কর্তৃপক্ষের অনমনীয় মনোভাব আমাদের ক্ষুব্ধ, ব্যথিত করছিল বার বার।
যদিও এখন সেই সব উল্লেখযোগ্য ব্লগারদের আন ব্যান করা হয়েছে এবং মনে হচ্ছিল ব্লগে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে। আদতে তা হচ্ছে বলে মনে হয়না। যতটুকু অনুমান করা যায় আবারো একটা জটিল পরিস্থিতির সৃষ্টি হবে শীঘ্রই। তাই কর্তৃপক্ষের সঠিক, যথোপযুক্ত ও তড়িৎ পদক্ষেপ , ব্লগাদের শালীনতা, সহনশীলতা বোধ এবং দুই পক্ষের আন্তরিকতার সমন্বয়ের প্রয়োজন এখন।
কর্তৃপক্ষ সমীপে ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
ব্লগ নীতিমালায় কিছু সংযোজন করা প্রয়োজন খুবই শীঘ্রই। এর প্রেক্ষিতে কিছু দাবী এবং মতামত তুলে ধরা হলো।
১. মডারেশন প্যানেলকে আরো তড়িৎ হতে হবে ।
(ক) অশ্লীল, উস্কানী মূলক নিকগুলো রেজিস্ট্রেশনের পর পরই ব্যান করে দিতে হবে
(খ) অশালীন, অপ্রাসংগিক উস্কানী মূলক মন্তব্য/পোস্ট প্রদানকারীদের নিক ব্যান করার সাথে সাথে তাদের ব্লগও ডাউন করে দিতে হবে।
২. যে কোন ব্যাপার নিয়ে সুস্থ তর্ক-বিতর্ক হতেই পারে । তবে স্বাধীনতা, সংস্কৃতি, ধর্মীয় অনুভ’তিতে আমূল আঘাত, অশ্রদ্ধা জ্ঞাপন করে কোন প্রকার মন্তব্য/লেখা ব্লগে প্রকাশ করা যাবে না। এবং এই সংক্রান্ত নীতিমালা সংযোজন করা খুবই প্রয়োজন।
৩. মুক্তিযুদ্ধ নিয়ে অযাচিত বিতর্ক কখনই কাম্য নয়। স্বাধীনতা বিরোধী বক্তব্য সংক্রান্ত পোস্ট/মন্তব্য/নিক নিয়ে কিছু সুষ্পষ্ট, কঠোর নীতিমালা এখনই প্রয়োজন। না হলে তা এই ব্লগের সুনাম ও মান দিনে দিনে ক্ষুন্ন করবে।
৪. নীতিমালা নিয়ে কর্তৃপক্ষ কি ভাবছেন সেই সংক্রান্ত একটি নোটিশ আশা করা যায় কর্তৃপক্ষের কাছ থেকে।
৫. "কোন সমস্যা" -কে দ্রুত পদক্ষেপ নিতে হবে। সম্ভব হলে ই-মেইল দিয়ে অভিযোগকারী ব্লগারকে জানাতে হবে অভিযোগের প্রেক্ষিতে ব্যবস্থা নেয়া হয়েছে কিনা এবং না নেয়া হয়ে থাকলে তা কেন এবং আদৌ ব্যবস্থা নেয়ার সম্ভাবনা আছে কিনা ।
ব্লগারদের সমীপে ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
দাবী আদায়ের প্রধান শর্ত হলো একত্রিত থাকা, একই সুরে কথা বলা। একবার যখন আমাদের মনে প্রশ্ন উঠেছে, দাবী উঠেছে, অভিমান জেগেছে - সেটাকে জিইয়ে রাখা দরকার আরো কিছুদিন। এরকম পরিস্থিতিতে আমরা একটি অভিনব কিন্তু সুস্থ, সহজ পন্থা হাতে নিয়েছি। আমাদের ভাবনাগুলো অনেকটা এরকম -
১.
(ক) কর্তৃপক্ষ কর্তৃক নীতিমালা সংক্রান্ত কোন প্রকার সুষ্পষ্ট নোটিশ না আসা পর্যন্ত আমরা কোন প্রকার মৌলিক পোস্ট (গল্প-কবিতা-আলোচনা) দেয়া থেকে বিরত থাকব।
*** (খ) অনেকেই এ ব্যাপারে দ্বিমত পোষণ করছেন; এক্ষেত্রে যে বলা যায় তা হলো, কোন বাধ্য-বাধকতা নেই আসলে; দু'এক জায়গায় নিজস্ব ভাবনা-চিন্তার প্রতিফলন অবশ্যই গ্রহণযোগ্য ।
২. আমরা যারা সম-মানসিকতা সম্পন্ন তারা প্রতীকি স্বরূপ যার যার ব্লগের প্রোফাইলে একই ছবি সংযোজন করতে পারি (কালো রিবণ এর ছবিটি)
৩. ব্লগের প্রোফাইলে একই স্লোগান থাকবে -
::: ব্লগিং বিরতি ::: ব্লগিং বিরতি :::
কর্তৃপক্ষ ও ব্লগারদের উদ্দেশ্যে ----
::: ব্লগ নীতিমালায় সংস্কার চাই :::
::: সুস্থ ব্লগিং চাই :::
৪. আমরা ফ্লাডিং না করে "কোন সমস্যা" -র ব্যবহার নিশ্চিত করব।
৫. কয়েকটি ব্যাপার লক্ষণীয় -
(ক) এই পোস্টটি প্রথম পাতায় থাকলে স্বভাবতই তা দৃষ্টিগোচরে আসবে; তবে আমরা ফ্লাডিং করতে ইচ্ছুক নই।
(খ) আমরা এই দাবী-দাওয়াতে সমমনাদের সম অংশগ্রহণ নিশ্চিত করতে চাই।
*** এইসব দিক বিবেচনা করে আমরা কয়েকজন ব্লগার সিদ্ধান্ত নিয়েছি একটি নির্দিষ্ট শিডিউল মোতাবেক এই পোস্টটি একেকদিন একেক ব্লগার পোস্ট করবেন। আপাতত আমরা কয়েকজনের সাথে কথা বলে একটি লিস্ট শুরু করেছি।
*** উল্লেখ্য, যারা আমাদের সাথে একমত প্রকাশ করছেন তারা অবশ্যই আমাদের জ্ঞাতসারেই তাদের ব্লগে এই পোস্টটি পুরোটি কপি-পেস্ট করবেন।
*** এক্ষেত্রে আমাদের দেয়া লিস্ট অনুযায়ী সর্বশেষে যিনি এই লেখাটি পোস্ট করবেন তার ব্লগে যেয়ে মন্তব্যে আপনার ইচ্ছেটি জানিয়ে দিয়ে আসুন। এরপর আপনার নাম লিস্টে অন্তর্ভূক্ত করা হবে এবং সেই আপডেট পোস্টটি পরবর্তী আগ্রহী ব্লগার পোস্ট করবেন।
সুস্থ ব্লগিং এর দাবীতে (সমমনা ব্লগার লিস্ট)::::::::::::::::::::::::::::::::::::::::
১. উদাসী স্বপ্ন (already posted)
২. আইরিন সুলতানা
৩. মোহাম্মদ অরুন
৪. মানুষ
৫. নাইম
৬. েকএসআমীন
৭. রাগ ইমন
******* এই লিস্টে নাম অন্তর্ভূক্ত করণ ছাড়া কাউকে এই পোস্টটি কপি-পেস্ট করে নিজ ব্লগে না দেয়ার জন্য বিনীত অনুরোধ করা হচ্ছে।
এর উদ্দেশ্য খুবই সাধারণ; আমরা একত্রিত থাকতে চাই, যদি কর্তৃপক্ষ কোন জবাবদিহিতা আশা করেন এরকম পন্থার জন্য, তবে আমরা সবাই একসাথে সেই কাতারে দাঁড়াতে চাই।
**** হ্যাপী ব্লগিং। ****
সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০০৮ দুপুর ২:৩০