মামুরা,
অনেকেই বিড়ি খান আমি না দেইখাও সাক্ষি দিতে পারি। আর অনেকেই অনেক অনেক বার বিড়ি খাওয়া ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েও ছাড়তে পারেন নি। এর ৩টা খুব কমন কারণ গুলা বললাম।
(আর বিড়ি খামু না, ঘোষনার পর)
কারণ ১- আইজ কোন ১ কারণে মন খারাপ। তাই বিড়ি খাইতেই হবে। ধরাইলাম ১টা। এই শুরু হয়া গেল আবার।
ফলাফলঃ আবার বিড়ি খোর।
কারণ ২- আইজ মন খুব ভাল। ভাল কিছু হইছে। সুখের চোটে আবার বিড়ি ধরাইলেন।
ফলাফলঃ আবার বিড়ি খোর।
কারণ ৩- আইজ কিছুই লাগতাছে না। মন ভাল ও না, খারাপ ও না। তাই কিছু ১টা লাগার জন্ন বিড়ি খাইতে হবে। বেস... শুরু হয়া গেল।
ফলাফলঃ আবার বিড়ি খোর।
দেখেন কমন পড়ে কিনা ? আমার করণ গুলা এগুলার মদ্ধেই সীলাবদ্ধ থাকে।
সর্বশেষ এডিট : ০৫ ই নভেম্বর, ২০১০ রাত ২:৫৮