এক মুঠো মৃত্যু দেবে প্রেমিকা? শরত আকাশের মেঘের মত
শুভ্র এক পশলা মৃত্যু; বাইশ্যা ঝড়ে নিভে যাওয়া কূপির
প্রদীপের এক সলতে মৃত্যু। দেবে প্রেমিকা? বিশ্বাস করো-
আমার অনুনয়ের চূড়া নব্য মায়ের ভালোবাসার মত দৃঢ়।
বিগত যৌবনা এক জীবন মুছে দিতে একটুখানি মৃত্যু দেবে
প্রেমিকা? অল্পটুকু মৃত্যু! না প্রেমিকা, তোমার নষ্ট প্রেমের না,
ময়লা স্যাতস্যাতে ভেজা নষ্ট চাতালের তলার মত না,
উই ঢিবির হাজারো ছিদ্রে ভরা কষ্টের মত না,
এক জোড়া গোল্ড ফিশের ভুলে যাওয়া স্মৃতির মত মৃত্যু।
আর রাজপথ কাপানো কোন মিছিলে আমার আনন্দ নেই
কোন স্লোগানেই মৃত্যুর সুখ নেই। সবুজ ঘাসে বসে এক বিকেল
হারানোর মৃত্যু।তোমার আলিঙ্গনে নিরাসক্ত পৃথিবীর মৃত্যু।
আমি প্রেমিকা তোমায় ভুলে যেতে চাই।একদম ভুলতে চাই।
এক টুকরো মৃত্যু দেবে প্রেমিকা? এক তিলক মৃত্যু! দেবে?
৮।৩।১৬
সর্বশেষ এডিট : ০৮ ই মার্চ, ২০১৬ রাত ১০:২৭