এখনো তুমি মূর্ত, আকাশ তলে;
কৃষ্ণচূড়ার ঢালে,
শূন্য পড়েছে লক্ষীর কোল, পাখির ডানায়
কাঠ বাঁধা সাঁকো, ধানক্ষেতের আলে
শিশির ভেজা তোমার পশমী চাদর, জ্বলজ্বল।
তোমার স্পর্শ, আমার করতলের শিরা-উপশিরায়
এখনো গায়, জোছনার চাঁদ, শেষ রাতের আজ্বানে
ভরা ঘুম ভাঙ্গানি গান;
এক গুচ্ছ বেলী, প্রথম গোলাপ আর বৃষ্টি ভেজা
এক হালি কদম।
বহমান জলের ছায়ায় ভেসে এসো,
ঢাকেশ্বরীর ঘন্টায় অপেক্ষমান আমি ফিরে যেতে
তোমার স্বরস্বতীর মত স্নিগ্ধ বুকে।
১১.২.১৬
সর্বশেষ এডিট : ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৬ দুপুর ২:০৩