১ম ধাপ:
প্রথমে ফটোশপে নিউ ডকুমেন্ট(File>new) খুলতে হবে। যেহেতু জাতীয় পতাকার উপর ভিত্তি করে ওয়ালপেপারটা বানাচ্ছি তাই ক্যানভাস সাইজ ১০''-৬" রেখেছি।
২য় ধাপ:
এবার একটি নিউ লেয়ার খুলতে হবে Ctrl+Shift+n চেপে অথবা Layer>New>Layer-এ যেয়ে। লেয়ারটির নাম রেখেছি flag।
৩য় ধাপ:
এবার foreground এবং background color পরিবর্তন করতে হবে। foreground এবং background color পরিবর্তন করে যথাক্রমে #2fb500 এবং #b00000 সিলেক্ট করতে হবে।
৪র্থ ধাপ:
টুলস্ মেনু থেকে Gradient tool সিলেক্ট করে flag লেয়ারে একটি লাল সবুজের gradient আকতে হবে। যেটি দেখতে হবে অনেকটা নিচের ছবির মত।
বি:দ্র: যদি লাল সবুজ উল্টা আসে তাহলে উপরে মূলমেনুর নিচে gradient tool সিলেক্ট থাকা অবস্থায় reverse মেনু বক্স টিক দিতে হবে।
৫ম ধাপ:
এবার এই লিংকটিতে ক্লিক করে old paper texture নামিয়ে নিয়ে ফটোশপে ওপেন করুন। এবং পুরো টেক্সারটা সিলেক্ট করে Ctrl+C চেপে কপি কমান্ড দিন। এবং আপনার ডকুমেন্টে এসে Ctrl+V চেপে পেস্ট করুন।
৬ষ্ঠ ধাপ:
ছবিটি transform করার জন্য texture লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় Ctrl+t চাপুন এবং টেক্সারটি flag লেয়ারের সমান মাপে এনে টিক চিহ্ন বাটনটি(Accept) চাপুন।
৭ম ধাপ:
layer properties এ যেয়ে Blending Option পরিবর্তন করে Vivid Light দিন।
দেখুন তৈরী হয়ে গেছে আমার প্রো-পিকের মত একটি পতাকা।
এটিই হল মূল কাজ। এরপর কোন লেখা যোগ করতে চাইলে করতে পারেন। যেমন আমি করেছি আমার প্রো-পিকে।
এটি আপনার ইচ্ছামতো পরীক্ষা করতে পারেন টেক্সার পরিবর্তন করে কিংবা Blending Option পরিবর্তন করে। এই টিউটোরিয়ালে বোনাস হিসেবে ২০০+টা ফ্রী টেক্সার দিচ্ছি, টেক্সার নামাতে ক্লিক করুন এখানে। পোস্টটি ভালো লাগলে আমাকে বোনাস দিতে ভুইলেন না।