মানুষ তার কৃতকর্মের ফল পরকালে ভোগ করবে, ইসলাম বলে। অনেকেই বলেন, বেঁচে থাকার সময় পৃথিবীতে কিছু কিছু শাস্তি মানুষ পেয়ে যায়।
ইসলাম আরো বলে, পরজন্ম বা পূণর্জন্ম বলে কিছু নেই। তারমানে দাঁড়ায়, আগের কোন জন্মের কোন পাপ মানুষ এই জন্মে ভোগ করবে, এটা অসম্ভব!
আমার প্রশ্নঃ হিজড়ারা কোন পাপের ফসল? জন্মগ্রহন করাটাই কি তাদের পাপ? সমাজ বিচ্যুত হয়ে, মানুষের লাথি গুতা খেয়ে, কেড়ে খেয়ে, মেরে খেয়ে, ভিক্ষা করে খেয়ে তাঁদের জীবন চলে। এই সমাজ এই ধর্মের অংশ কি তারা নয়? তাহলে কেনো কোন হিজড়াকে দেখিনা বাস চালাতে? কেনো কোন হিজড়া কে দেখিনা বিসিএস ক্যাডার হিসেবে?
হিজড়াদের এই যে মানুষ হয়েও কুত্তা বিলাইয়ের মতো জীবন, তাদের রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ানো... কোন স্রস্টার পাপের ফসল তাঁরা? কোন আল্লাহ নামের "মহান করুণাময়" তাদের সৃষ্টি করেছেন? কোন কৃতকর্মের ফলাফল এই আজীবন জীবন দংশন?
আসলে স্রস্টা বলে কিছু নেই, থাকলেও সে চরম ঘৃনিত একটি জীব।