ভুলেও তোমাকে আর ছোঁয়ার কথা ভাবিনা
কারণ জনান্তরে তুমি আমাকেই ভাবো
আমার স্বর্গানুভূতির উন্মেষ আজ তোমারই মাঝে
নীড়ে ফিরে যেতে আমি আর চাই না।
চারপাশে বিচরণ শুধু এই মাহেন্দ্রক্ষণ
নিজ প্রশ্বাসে শুধু তোমারই অনুক্ষণ
হবেই এই সময়ের যখন প্রস্থান-
মাধুকরী নিশি তোমায় ছাড়তে চায় না।
এই সমাজের নেই বোঝার প্রয়োজন
ভাবি, ওরা আমায় বুঝতে অপারগ
সবকিছুই যখন ধ্বংসের জন্য সৃষ্ট
চাই জেনো আমা সত্তা; হোক অলগ!
না আসা কান্নার চোখে যুদ্ধ অপ্রয়োজন
অথবা মিথ্যের বেসাতীতে সত্যের স্তম্ভ
সবকিছুই যদি সেই ছায়াচিত্র সম
বয়ে যাওয়া রক্তই হোক জীবনের দম্ভ।
এবং চাইনা এ সমাজের কোন স্তুতি
ভাবি, ওরা আমায় বুঝতে অপারগ
সবকিছুই যখন ধ্বংসের জন্য সৃষ্ট
চাই জেনো আমা সত্তা; হোক অলগ!
সবকিছুই যখন ধ্বংসের জন্য সৃষ্ট
চাই জেনো আমা সত্তা; হোক অলগ!
[একটি গান থেকে অনুপ্রাণিত হয়ে লেখা]